হ্যালোইন বা ভূত উৎসব কেন্দ্র করে অনেক অঞ্চলে পালিত হয় ‘অশুভ রীতিনীতি’। যেখানে অনেক সময় কালো রঙের বিড়াল সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। আর এই কারণেই স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার তেরাসা শহর কর্তৃপক্ষ হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য ক্ষতি রোধে সাময়িকভাবে কালো বিড়াল দত্তক নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় প্রাণিকল্যাণ বিভাগ জানায়, ৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত কালো বিড়াল দত্তক বা লালনপালনের জন্য করা সব আবেদন স্থগিত থাকবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো-উৎসবের সময় বিড়ালগুলোর ক্ষতি বা এগুলোকে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার থেকে রক্ষা করা।
তেরাসার ডেপুটি মেয়র নোয়েল ডুকে স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিভিই-কে বলেন, হ্যালোইন ঘনিয়ে এলে সাধারণত কালো বিড়াল দত্তকের প্রবণতা বেড়ে যায়। মেয়র আরও বলেন, ‘আমরা মানুষকে কালো বিড়াল দত্তক নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছি। কেননা, এটি শুধু ফ্যাশনের জন্য নেওয়া। তা ছাড়া এগুলোর ওপর যাতে কোনো অমানবিক কার্যকলাপ না হয় সে ধরনের আশঙ্কা থেকেই এই ব্যবস্থা।’
পশ্চিমা সংস্কৃতিতে কালো বিড়ালকে প্রায়ই জাদুবিদ্যা ও অশুভ ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। তবে জাপান ও মিসরসহ অনেক সংস্কৃতিতে এদের সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, তেরাসা শহরে বর্তমানে ৯ হাজার ৮০০-এর বেশি বিড়াল রয়েছে। এ ছাড়া শহরের দত্তক কেন্দ্রে প্রায় ১০০টি বিড়াল রয়েছে, যার মধ্যে ১২টি কালো বিড়াল।