ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত ল্যুভ মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানাজানির পর জাদুঘরটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। ডাকাতরা জাদুঘরে থাকা বেশকিছু অলংকার নিয়ে গেছে। এর অর্থমূল্যের বিস্তারিত জানা যায়নি।
পুলিশের একটি সূত্র এএফপিকে জানায়, ডাকাতরা স্কুটারে করে জাদুঘরে যায়। তাদের কাছে ছোট চেইনসো (চেইনের করাত) ছিল। তারা পণ্যবাহী লিফটে করে অলংকার থাকা কক্ষে ঢোকে। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি এক্সে (আগের টুইটার) দেওয়া পোস্টে জানিয়েছেন, ‘ল্যুভরে চুরির ঘটনা ঘটেছে। সকালে জাদুঘর খোলার সময় এটি ঘটে। কেউ আহতের খবর পাওয়া যায়নি।’ ল্যুভর কর্তৃপক্ষ জানান, বিশেষ কারণে জাদুঘরটি দিনের বাকি সময়ের জন্য বন্ধ থাকবে।’ ডাকাতির বিষয়ে জানতে এএফপি জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তারা তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল সকালে জাদুঘর খোলার পরপরই মুখোশধারী তিনজন ভিতরে ঢোকে। জাদুঘরের সেইন নদীর পাশের অংশে পণ্যবাহী লিফট দিয়ে অ্যাপোলো গ্যালারিতে যায়। এখানেই ফ্রান্সের রাজমুকুটের রত্ন সংরক্ষিত ছিল। ডাকাতরা ৯টি অলংকার নিয়ে বেরিয়ে একটি স্কুটারে করে চলে যায়।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ডাকাতির পর জাদুঘরের ভিতরে নিরাপত্তারক্ষী ও দর্শনার্থীরা আটকা পড়েন। এক্সে দেওয়া পোস্টে একজন লিখেছেন, ‘মাত্রই ল্যুভরে পৌঁছালাম। এখানে দেখছি নিরাপত্তারক্ষীরা ভিতরে আটকে আছেন। ফটকের বাইরে দর্শনার্থীদের বলা হচ্ছে-আজ আর ভিতরে যাওয়া যাবে না।’