২২ মে, ২০২০ ২১:৫২

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রবিবার

সৌদি আরব প্রতিনিধি

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রবিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ। আজ শুক্রবার ছিল মধ্যপ্রাচ্যে ২৯তম রোজা। তাই আগামীকাল এসব দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী রবিবার সেখানে উদযাপিত হবে ঈদুল ফিতর। 

এদিকে, তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতে আগামী রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে সাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রবিবার উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রবিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। অপরদিকে অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রবিবার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর