১২ জুন, ২০২১ ১৮:৩৩

এবার যেসব শর্তে হজ করতে পারবেন ৬০ হাজার সৌদিবাসী

অনলাইন ডেস্ক

এবার যেসব শর্তে হজ করতে পারবেন ৬০ হাজার সৌদিবাসী

ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এবার হজে সীমাবদ্ধতা আরোপ করেছে সৌদি আরব। এবার শুধু সৌদি নাগরিক ও সৌদিতে থাকা মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে। 

শনিবার সৌদি হজ এবং স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন। এ ঘোষণার ফলে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ না নিতে পারার বিষয়টি নিশ্চিত হলো। ফলে বাংলাদেশ থেকেও এবার হজে যেতে পারবেন না কেউ

তবে সৌদিবাসী ৬০ হাজার নাগরিককে হজে যেতে হলে মানতে হবে বেশকিছু শর্ত। আরব নিউজের খবরে বলা হয়েছে, হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের দুরারোগ্য কোনো অসুখ থাকা যাবে না। তাদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। হজ করতে ইচ্ছুকদের করোনার টিকার দুটি ডোজই নেওয়া থাকতে হবে, অথবা এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার হতে হবে। এ ছাড়া করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর যারা টিকা নিয়েছেন, তারাও হজ করার সুযোগ পাবেন।

এবার আগামী জুলাইয়ের মাঝামাঝিতে হজ পালন শুরু হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 
 
 

 

সর্বশেষ খবর