খুলে দেওয়া হলো কলকাতা বিমানবন্দর। শনিবার সকাল ৮টা থেকে পুনরায় চালু করা হলো বিমানবন্দরের পরিষেবা।
ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে শুক্রবার বিকাল ৪টা থেকে কলকাতা বিমানবন্দরের সব বিমান বাতিল করা হয়। তা বন্ধ থাকার কথা ছিল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর ফলে বাতিল হয় ২২৭টি বিমানের ফ্লাইট। ফলে বিপাকে পড়েছেন বহু যাত্রীরা।
কিন্তু নির্ধারিত সময়ে আগেই চালু হয়ে গেছে বিমান পরিষেবা। যাত্রীরাও আসতে শুরু করেছেন বিমানবন্দরে।
বিডি প্রতিদিন/কালাম