ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। দেশটির কেন্দ্রীয় সরকার বুধবার রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ১৫৫জন। একই সময় মারা গেছে ২৩ জন আক্রান্ত।
জানা গেছে, কলকাতায় একদিনে সাত হাজার ৬০ জন সংক্রমিত ও সাত জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় চার হাজার ৩২৬ জন সংক্রমিত, আট জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় এক হাজার ৩৬১ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। উত্তর দিনাজপুরে ১৭৫জন সংক্রমিত ও দুজনের মৃত্যু হয়েছে।
করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। এদিকে, বুধবার পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন, যা মঙ্গলবারের তুলনায় দৈনিক আক্রান্ত ২৬ হাজারের বেশি (১৫.৮ শতাংশ)। সবমিলিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জন। গত চব্বিশ ঘণ্টায় মৃত ৪৪২ জন, সবমিলিয়ে এপর্যন্ত মৃত্যু ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জন।
ভারতে চব্বিশ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে সংক্রমিত হয়েছে ৪ শতাধিকের বেশি, সবমিলিয়ে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ জনে। তবে আশার কথা এটাই যে গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও নেহাত কম নয়, ৬০ হাজার ৪০৫ জন। এদিকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সোমবার থেকেই দেশে চালু হয়েছে বুস্টার ডোজ প্রদান। প্রথম স্টেজে করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক