ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার গড়িয়াহাট ফ্লাইওভার ঝাঁপ দিলেন এক তরুণী। তবে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিলেও প্রাণে বেঁচে যান ওই তরুণী। কারণ নিচের রাস্তা দিয়ে যাওয়া এক চলন্ত ট্যাক্সির ওপর পড়েন তিনি। এরপর সেখান থেকে তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ বছর বয়সী ওই তরুণীর নাম স্নেহা হালদার। আত্মহত্যার চেষ্টায় তিনি ঝাঁপ দেন বলেই ধারণা করা হচ্ছে। রবিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। স্নেহা কলকাতার এক গয়নার দোকানে কাজ করেন। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।
জানা গেছে, ওই তরুণী রাত ৯টার দিকে প্রায় ৫০ ফুট ওপর থেকে নিচের রাস্তার ট্যাক্সির ওপর পড়েন। তাতে ট্যাক্সির কাচ ভেঙে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যেরা। পুলিশ তরুণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
তিনি একাধিক ফ্র্যাকচারের শিকার হয়েছেন। বিশেষ করে তার হাতে গুরুতর চোট লেগেছে।
সূত্র- হিন্দুস্তান টাইমস বাংলা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ