সারা দেশে যখন একের পর এক সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে এবং এর প্রতিবাদে সারা দেশ উত্তাল, ঠিক তখনই ঝালকাঠির রাজাপুরে এক সংখ্যালঘু পরিবারের বসতভিটাসহ সর্বস্ব দখল করে নিয়েছে উপজেলা চেয়ারম্যান সমর্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা। নির্বাহী কর্মকর্তা নিজে দাঁড়িয়ে থেকে সংখ্যালঘু পরিবারকে তাড়িয়ে দিয়ে প্রভাবশালী লোককে জমি দখল দিয়েছেন। জমি দখলে বাধা দেওয়ার সময় জমির মালিক মৃত নিমাই চন্দ্র মিস্ত্রীর স্ত্রী অমিয় বালাকে বেধড়ক পেটায় জমি দখলকারীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজাপুর সদরের টিএন্ডটি রোডে এ ঘটনা ঘটে। অমিয় বালা বলেন, 'একশত বছরেরও আগ থেকে পূর্ব পুরুষদের বসতভিটায় আমরা বসবাস করে আসছি। সোমবার দুপুরে পার্শ্ববর্তী প্রভাবশালী কবির ও শিপন নামে দুই ব্যক্তি বেশ কিছু লোকজন নিয়ে এসে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি বের হতে না চাইলে আমাকে কিল-ঘুষি ও লাথি দিতে দিতে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। পরে আমার বাড়ির জমি কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে নেয়। ওই জমিতে আমার স্বামীর চিতা পর্যন্ত রয়েছে।' জমি দখলকারী কবির হোসেন বলেন, 'আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছি। তাই আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একজন সার্ভেয়ার নিয়ে দখল নিতে এসেছি।' তবে কবির হোসেন তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। অমিয় বালার ছেলে অনিমেষ মিস্ত্রী বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি সরকার ভুলক্রমে এ্যানিমি প্রপার্টিতে লিপিবদ্ধ করেছে, যা নিয়ে ঝালকাঠি আদালতে সরকারের সঙ্গে আমাদের মামলা চলছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, এ জমিই আমাদের শেষ সম্বল। তা দখল হয়ে গেলে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দখলদার বাহিনীর কাউকে পাইনি। কাঁটাতারের বেড়া উচ্ছেদ করে দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, 'ওই জমির মালিক কারা তা আমার জানা নেই। এটি সরকারি জমি বিধায় এক পক্ষকে লিজ দেওয়া হয়েছে।' এ ব্যাপারে রাজাপুর উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু এ প্রতিনিধিকে জানান, তিনি এ ঘটনা জানেন না। তবে সাংবাদিকদের কাছে এ খবর শুনেছেন।
শিরোনাম
- হামলার প্রতিবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব পাকিস্তানের
- অঙ্কন-সোহানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়
- চাঁদপুরে ডিগ্রি পাস কোর্সের দাবিতে নার্সিং ইনিস্টিটিউটের বিক্ষোভ
- ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি
- ‘কোনো যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করেনি’ দাবি পাক আইএসপিআরের
- বাগেরহাটে শেখ হেলাল-তন্ময়ের নামে ২০০ কোটি টাকা চাঁদাবাজির মামলা
- সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি
- পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি
- পাকিস্তানের হামলায় দুই শিশুসহ ভারতে নিহত ১০
- ৩৫ বিআরটিএ অফিসে দুদকের অভিযান চলছে
- বজ্রপাতে বিশাল 'মেহগনি গাছ' দ্বিখণ্ডিত
- বাজারে এলো “৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু”
- চাটখিলে ছুরিকাঘাতে বৃদ্ধা নারীর মৃত্যু
- সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন ট্রাইব্যুনালে
- সোনারগাঁয়ে আন্তঃপ্রাথমিক প্রীতি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
- ঈদে টানা ১০ দিন ছুটির প্রজ্ঞাপন জারি
- আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন
- ঐকমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনা
- ভারতের হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে তুরস্ক
- পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন