রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রাশিয়ায় পুতিন বিরোধী নেতাকে গুলি করে হত্যা

রাশিয়ার বিরোধী নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমতসভ (৫৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন। ঘটনার পর প্রেসিডেন্ট পুতিন নিন্দা ও গভীর শোক জানিয়েছেন। শুক্রবার মস্কোয় ওই হত্যাকাণ্ড ঘটে। ক্রেমলিন ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গণমাধ্যমগুলো গতকাল এ খবর জানায়। পুলিশ ও তদন্ত কর্মকর্তাদের ভাষ্য- পায়ে হেঁটে একটি সেতু পার হওয়ার সময় পেছন থেকে নেমতসভকে গুলি করা হয়। গাড়িতে থাকা এক দুর্বৃত্ত পিস্তল দিয়ে নেমতসভকে চারটি গুলি করে। এরপর পালিয়ে যায়।
উল্লেখ্য, ১৯৯০-এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের সময় রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর ছিলেন নেমতসভ। বিবিসি।
 

সর্বশেষ খবর