তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্রসফায়ার করে কাউকে বাগে আনার নীতি সরকারের নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না। এ ধরনের প্রত্যেক ঘটনার তদন্ত হয়। তদন্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকার ‘ক্রসফায়ারের নীতি’ নিয়েছে বলে বিরোধী জোট যে অভিযোগ করেছে সেটি নাকচ করে দিয়েছেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়ার ‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন’ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল সচিবালয়ে তথ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রত্যেক গুলির ঘটনায় তদন্ত হয়। আর কার আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হলো, কেন গুলি করা হলো, তারও তদন্ত হয়। তিনি বলেন, নানা কারণে আটশ’র মতো র্যাব সদস্যকে বহিষ্কার করা হয়েছে, পুলিশও বহিষ্কার আছে। আপনারা র্যাব সদর দফতর ও সংশ্লিষ্ট দফতরে খবর নিয়ে বিষয়টি জানতে পারবেন। হাসানুল হক ইনু বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে কে কোন দলের, মুখ দেখে বাছাই করা হয় না। এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। তথ্যমন্ত্রী বলেন, ৫৭ ধারা মানবাধিকার ও মুক্তমনা চিন্তার সঙ্গে সংঘর্ষিক নয়। সাইবার অপরাধ দমন নিয়ে একটি আইন তৈরিতে সরকার কাজ করছে। আইনটি হলে তখন ৫৭ ধারা নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া তো নিজেই নিজেকে গণতন্ত্রের কপাটের বাইরে নিয়ে গেছেন। আগুনসন্ত্রাসী, নাশকতাকারীদের নিয়ে পেট্রলবোমা ও গ্রেনেড ছুড়তে ছুড়তে বেগম জিয়া নিজেই গণতন্ত্রের চৌকাঠের ওপারে চলে গেছেন। তিনি আশ্বস্ত করে বলেন, গণতন্ত্রের দরজা খোলা আছে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ক্রসফায়ার সরকারি নীতিতে নেই : ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর