তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ক্রসফায়ার করে কাউকে বাগে আনার নীতি সরকারের নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সরকার সমর্থন করে না। এ ধরনের প্রত্যেক ঘটনার তদন্ত হয়। তদন্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকার ‘ক্রসফায়ারের নীতি’ নিয়েছে বলে বিরোধী জোট যে অভিযোগ করেছে সেটি নাকচ করে দিয়েছেন তথ্যমন্ত্রী। খালেদা জিয়ার ‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন’ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গতকাল সচিবালয়ে তথ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রত্যেক গুলির ঘটনায় তদন্ত হয়। আর কার আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হলো, কেন গুলি করা হলো, তারও তদন্ত হয়। তিনি বলেন, নানা কারণে আটশ’র মতো র্যাব সদস্যকে বহিষ্কার করা হয়েছে, পুলিশও বহিষ্কার আছে। আপনারা র্যাব সদর দফতর ও সংশ্লিষ্ট দফতরে খবর নিয়ে বিষয়টি জানতে পারবেন। হাসানুল হক ইনু বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এখানে কে কোন দলের, মুখ দেখে বাছাই করা হয় না। এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। তথ্যমন্ত্রী বলেন, ৫৭ ধারা মানবাধিকার ও মুক্তমনা চিন্তার সঙ্গে সংঘর্ষিক নয়। সাইবার অপরাধ দমন নিয়ে একটি আইন তৈরিতে সরকার কাজ করছে। আইনটি হলে তখন ৫৭ ধারা নিয়ে চিন্তা-ভাবনা করা যাবে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া তো নিজেই নিজেকে গণতন্ত্রের কপাটের বাইরে নিয়ে গেছেন। আগুনসন্ত্রাসী, নাশকতাকারীদের নিয়ে পেট্রলবোমা ও গ্রেনেড ছুড়তে ছুড়তে বেগম জিয়া নিজেই গণতন্ত্রের চৌকাঠের ওপারে চলে গেছেন। তিনি আশ্বস্ত করে বলেন, গণতন্ত্রের দরজা খোলা আছে।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
ক্রসফায়ার সরকারি নীতিতে নেই : ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর