মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে নতুন চৌকি বসাবে বিজিবি

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে যে কোনো নাশকতা ঠেকাতে সীমান্ত বরাবর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে সহমত পোষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমর্মে সীমান্ত বরাবর ১০টি নতুন সীমানা চৌকি (বর্ডার আউট পোস্ট বা বিওপি) স্থাপন করতে চলেছে বিজিবি। সোমবার এ কথা জানানো হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর তরফে। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ডিআইজি এবং বাহিনীর মুখপাত্র ডি এস ভাটি জানান, ‘বিজিবি প্রতিনিধি দলটি আমাদের জানিয়েছে যে, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বরাবর এই ১০টি নতুন সীমানা চৌকি স্থাপন করতে চায়। ওই সীমান্ত বরাবর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চায় তারা। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রস্তাবিত এই সীমানা চৌকি গুলি স্থাপিত হলে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই ঠেকানো সম্ভব হবে’। সম্প্রতি বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দফতর শালবাগানে (আগরতলা থেকে ১৫ কিলোমিটার দূরে) বিজিবি এবং বিএসএফের পাঁচ দিনব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ ডিআইজি (পানিসাগর সেক্টর) ডি কে শর্মা অন্যদিকে বিজিবির নেতৃত্বে ছিলেন কর্নেল সাজ্জাদ হোসেন। সেই বৈঠকেই সীমান্তে অনুপ্রবেশ, পাচার, অপরাধ ঠেকাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ খবর