শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা
এফবিসিসিআই সভাপতির আহ্বান

ব্যবসায়ীদের কষ্ট হয় এমন কিছু করবেন না প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ সরকার প্রধানের কাছে আশা প্রকাশ করে বলেছেন, নতুন মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট আইনের মাধ্যমে ব্যবসায়ী ভাইদের কষ্ট হয়, এমন কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন না। ব্যবসায়ীরা নতুন মূসক আইন নিয়ে অনেক চিন্তিত উল্লেখ করে তিনি বলেন, নতুন মূসক আইন নিয়ে এ সংক্রান্ত কমিটি কর্তৃপক্ষের সঙ্গে ১১ বার মিটিং করেছে। আমরা যে ৭টি সংশোধনী চেয়েছি, তা যদি সরকার দেন, তাহলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মূসক সমস্যা থাকবে না।

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপার স্টার গ্রুপের (এসএসজি) ‘বার্ষিক বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এতে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ, এসএসজি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

সর্বশেষ খবর