বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা
জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা

আজ আদালতে যাচ্ছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১১টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে হাজির হবেন তিনি। বিএনপি-প্রধানের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৯ মে বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ফের পিছিয়ে আজ ২ জুন ধার্য করে দেয় আদালত। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৯ মে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে তিনি ওইদিন আদালতে হাজির হননি। তার পক্ষে অসুস্থতার কারণ দেখিয়ে মামলার কার্যক্রম পেছাতে সময়ের আবেদন জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে কাল ২ জুন মামলার তারিখ পুনর্নির্ধারণ করে আদেশ দেয় আদালত। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল তৃতীয় দিনেও রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বেগম জিয়া। গতকাল দুপুর সোয়া ১২টায় মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। এরপর তেজগাঁওয়ের নাবিস্কো, এফডিসি ও কারওয়ান বাজারে প্রগতি টাওয়ার, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, শাহআলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল, পল্লবী, শেওড়াপাড়া, বিমানবন্দর সড়কের খিলক্ষেত, উত্তরা আমির কমপ্লেক্স, নতুন বাজারের ভাটারা, মধ্যবাড্ডার মোল্লাপাড়া, রামপুরার আল আমীন মার্কেটের সামনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। এর মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কিছু সময় বিশ্রাম করেন। দিনভর খাবার বিতরণ শেষে সন্ধ্যার দিকে গুলশানের বাসভবনে ফেরেন বেগম জিয়া।

বিভিন্ন স্থানে খাবার বিতরণ : আমির কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী যুবদল উত্তর শাখার সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে খাবার বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, মমতাজ উদ্দিন, ইসমাইল হোসেন, আতিকুর রহমান, আফাজউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ভাটারায় বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান, মাহফুজুর রহমান মাহফুজ, এ জি এম শামসুল হক, ভাটারা যুবদল সভাপতি আজহারুল হক সেলিম, সাধারণ সম্পাদক বাবুল শেখ, ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, তিতুমীর কলেজ শাখা সভাপতি তসলিম আহসান মাসুম ও সাধারণ সম্পাদক হিমেল হক উপস্থিত ছিলেন।

মিরপুর-২ ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে বিএনপি নেতা রবিউল আউয়াল (সোহেল মিয়ার), মিরপুর-১১-তে অনীক প্লাজার সামনে এ কে এম মোয়াজ্জেম হোসেন, মিরপুর শাহআলী মাজারের সামনে সাবেক কমিশনার ফেরদৌস আহম্মেদ মিষ্টি, শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের সামনে কাফরুল থানা বিএনপির সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন মতি ও রামপুরায় ফয়েজ আহম্মেদ ফরুর নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর