রাজধানীর মিরপুরে ফুটপাথ থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে গতকাল দুপুরে পুলিশের সঙ্গে স্থানীয় হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। জবাবে হকাররা সংঘবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে। ফলে মিরপুর-১ গোলচত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকাসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রাখা হয় মার্কেটের দোকানপাট। ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছোটাছুটি করতে থাকেন। বিপাকে পড়ে শিশু ও বয়স্ক নারী-পুরুষকে সঙ্গে নিয়ে বের হওয়া সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ শুরু হলে হকাররা প্রথমেই পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা ঢিল ছুড়ে জবাব দেয়। বেশ কিছু সময় ধরে সেখানে কয়েক দফা হকার আর পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ লাঠিপেটা করে হকারদের সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও উত্তেজনা চলতে থাকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বলেন, পুলিশ ফুটপাথে হকার উচ্ছেদ অভিযানে গেলে তারা ধাওয়া দেয়। পরে পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি ছোড়া হলে পরিস্থিতি শান্ত হয়। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মুক্তিযোদ্ধা মার্কেটসহ আশপাশের যত মার্কেট আছে, সবকটির সামনে শত শত হকার অবৈধভাবে বসে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্ছেদের সময় হকাররা নানাভাবে পুলিশের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলে জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেন, হকারদের ছোড়া ঢিলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান। হকাররা অভিযোগ করেন, ঈদ সামনে রেখে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই তারা ফুটপাথে ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশের কয়েকজন কর্মকর্তা নিয়মিতভাবে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে আসছেন। কিন্তু হঠাৎ করে এ উচ্ছেদ অভিযান চালানোয় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। উচ্ছেদের সময় পুলিশ তাদের মালামাল রাস্তায় ছুড়ে মারে এবং নষ্ট করে ফেলে। সুবিধাভোগীরা এ সময় বহু মালামাল লুট করেছে বলে তাদের অভিযোগ।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ, গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর