রাজধানীর মিরপুরে ফুটপাথ থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে গতকাল দুপুরে পুলিশের সঙ্গে স্থানীয় হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। জবাবে হকাররা সংঘবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে। ফলে মিরপুর-১ গোলচত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকাসহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ রাখা হয় মার্কেটের দোকানপাট। ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে ছোটাছুটি করতে থাকেন। বিপাকে পড়ে শিশু ও বয়স্ক নারী-পুরুষকে সঙ্গে নিয়ে বের হওয়া সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ শুরু হলে হকাররা প্রথমেই পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা ঢিল ছুড়ে জবাব দেয়। বেশ কিছু সময় ধরে সেখানে কয়েক দফা হকার আর পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ লাঠিপেটা করে হকারদের সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও উত্তেজনা চলতে থাকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বলেন, পুলিশ ফুটপাথে হকার উচ্ছেদ অভিযানে গেলে তারা ধাওয়া দেয়। পরে পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি ছোড়া হলে পরিস্থিতি শান্ত হয়। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, মুক্তিযোদ্ধা মার্কেটসহ আশপাশের যত মার্কেট আছে, সবকটির সামনে শত শত হকার অবৈধভাবে বসে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। উচ্ছেদের সময় হকাররা নানাভাবে পুলিশের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলে জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেন, হকারদের ছোড়া ঢিলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান। হকাররা অভিযোগ করেন, ঈদ সামনে রেখে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই তারা ফুটপাথে ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশের কয়েকজন কর্মকর্তা নিয়মিতভাবে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে আসছেন। কিন্তু হঠাৎ করে এ উচ্ছেদ অভিযান চালানোয় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। উচ্ছেদের সময় পুলিশ তাদের মালামাল রাস্তায় ছুড়ে মারে এবং নষ্ট করে ফেলে। সুবিধাভোগীরা এ সময় বহু মালামাল লুট করেছে বলে তাদের অভিযোগ।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষ, গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
৮ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
ভারতের ‘চিকেন নেকে’ সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের গোয়েন্দা বৈঠক
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম