শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইরাকে ট্রাক বোমা হামলায় নিহত ৮০

প্রতিদিন ডেস্ক

ইরাকের হিলা শহরের একটি পেট্রলস্টেশনে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। হিলা শহরটি রাজধানী বাগদাদের ১০০ কিলোমিটার দক্ষিণে। নিহতদের বেশির ভাগই শিয়া পুণ্যার্থী।  গতকাল বাংলাদেশ সময় রাতে এ হামলা হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি অনলাইন বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থায় দেওয়া এক বিবৃতিতে বোমা হামলায় ২০০ জন হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হামলার সময় পুণ্যার্থীরা পবিত্র শিয়ানগরী কারবালায় একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ইরানে ফিরছিলেন। তাদের বহনকারী বাসের বহর লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল পেট্রলস্টেশনটিতে ভ্রমণকারীদের জনপ্রিয় একটি রেস্তোঁরা আছে। সেখানেই বিস্ফোরকভর্তি ট্রাকটি দাঁড় করানো ছিল বলে জানানো হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে স্টেশনটি পুরো ধ্বংস হয়ে যায় এবং পুণ্যার্থীদের বহনকারী পাঁচটি বাস আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রাদেশিক নিরাপত্তা প্রধান ফালাহ আল-রাদি বিবিসিকে বলেন, নিহতদের বেশির ভাগই ছিলেন ইরানি শিয়া তীর্থযাত্রী। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরাকে গত ১৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নতৃত্বধীন বাহিনীর মসুল অভিযান শুরুর পর থেকে ইসলামিক স্টেট তাদের নিয়ন্ত্রণের বাইরের এলাকাগুলোতে হামলা বাড়িয়েছে। এএফপি

সর্বশেষ খবর