বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অপরাধীদের চারণক্ষেত্র ক্যাম্প

রোহিঙ্গা হালচাল শেষ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্প যেন নয়, এটি অপরাধের স্বর্গরাজ্য। জঙ্গি তত্পরতা, মাদক ব্যবসা, মানব পাচারসহ সব অপরাধীর চারণক্ষেত্র এটি। এ ক্যাম্প নিয়ন্ত্রণে রয়েছে ৪৮ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট। তাদের ইশারায় চলে যাবতীয় অপরাধমূলক কাজ। তাদের বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা জানলেও তা প্রতিরোধে কার্যত কোনো ব্যবস্থা নেই। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘কুতুপালং ক্যাম্পকে সিন্ডিকেট করে অপরাধ নিয়ন্ত্রণ করছে এমন কোনো তথ্য আমাদের জানা নেই। বিষয়টির খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাসান রফিক বলেন, ‘সাধারণ রোহিঙ্গাদের জিম্মি করে কুতুপালং ক্যাম্পকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে একটি চক্র। দেশের আইন নয়, ওই সিন্ডিকেটের আইনই চলে ওই ক্যাম্পে। নিরীহ কোনো রোহিঙ্গা তাদের অনিয়মের প্রতিবাদ করলেই নেমে আসে অমানুষিক নির্যাতন।’ অনুসন্ধানে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবা আনার পর তা মুজদ করা হয় কুতুপালং ক্যাম্পে। পরে তা দেশের বিভিন্ন জায়গায় পাচার করা হয়। এ ছাড়া মানব পাচার, অবৈধ অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রণ, হত্যা ও ডাকাতির পরিকল্পনা, দেহব্যবসাসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডের নীল নকশা প্রণয়ন হয় এ ক্যাম্পে। এসব অপরাধের নিয়ন্ত্রণ করে ৪৮ জনের একটি চক্র। তাদের একটি কমিটিও রয়েছে। এর চেয়ারম্যান হলেন আবু সিদ্দিক, ভাইস চেয়ারম্যান সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন ডি ব্লকে মোহাম্মদ জিয়া, এ-১ ব্লকে আবদুস শুক্কুর, আবদুল হাফেজ, এ-২ ব্লকে মান্নান, বি ব্লকে মোহাম্মদ নুর, বি-১ ব্লকে আমিন, তাহের, বি-২ ব্লকে মোহাম্মদ আলম, নুরুল ইসলাম, শফিক, বি-৩ ব্লকে আবু তৈয়ুব, নুর হোসেন, জকরিয়া, আমির হামজা, সি-১ ব্লকে দায়িত্বে রয়েছেন মৌলভি রফিক, মোহাম্মদ আলম, সি-২ ব্লকে মোস্তফা কামাল, উলা মিয়া, ডি-ব্লকে দায়িত্বে রয়েছেন রফিক, ডি-১ ব্লকে আবু জাফর, আবদুল্লাহ, জাফর, ডি-২ ব্লকে মনিরুজ্জামান, আবদুল মাজেদ, ডি-৩ ব্লকে মোহাম্মদ হোসেন ওরফে কালা বদা, সৈয়দুল আমিন ডাইলু, মজিদ, ডি-৪ ব্লকে রুহুল আমিন, মোহাম্মদ সালাম, শমশু, আবদুস সালাম, ডি-ব্লকে মোহাম্মদ আলী, নুরুল আমিন ও কালু, ই-১ ব্লকে আবুল কালাম, হাবিব, নুর আলম, ই-২ ব্লকে আলী হোসেন, সলিম, মৌলভি জামাল, মোহাম্মদ বাসের, ফরিদ ও আবু সৈয়দ।

সর্বশেষ খবর