রাজধানীতে আবারও প্রকাশ্যে প্রচারণা চালাতে শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমর্থকরা। এ সময় তারা অনেকটা আতঙ্ক ছড়িয়েই হাজির হন সাধারণের মাঝে। প্রচারণায় সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধেও বিষোদগার করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ঝটিকা প্রচারণাকালে সময় নিয়ন্ত্রণ নামে মিরপুর-মতিঝিল রুটের একটি বাসে ওঠে তিন তরুণ। যাত্রীরা জানান, তারা বাসে ওঠার পর তাদের পাহারা দেওয়ার জন্য আরও কয়েকজন বাসের বাইরে চারপাশে দাঁড়িয়ে ছিল। আর প্রত্যেকের পিঠে একটি করে ব্যাগও ঝুলানো ছিল। এক যাত্রীর ধারণ করা ভিডিওর মাধ্যমে জানা গেছে, বাসটি ফার্মগেট স্টপেজে থামার পরই তিন তরুণ সেখানে ওঠে। প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তাদের একজন প্রায় ১০ মিনিটের মতো জ্বালাময়ী বক্তব্য দেন। বক্তব্যে নতুন গঠন করা সিইসি, সরকারের এমপি, মন্ত্রী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হয়। সরকারবিরোধী বক্তব্যের পরই খেলাফত শাসন ব্যবস্থার জন্য সাধারণ বাস যাত্রীদের আহ্বান জানানো হয়। এ সময় বাসের সব যাত্রী আতঙ্কিত হয়ে নীরবে তাদের কথা শুনছিলেন। এক যাত্রী বলেন, এই ঘটনায় ভয়ে আমরা কিছু বলিনি। শুধু শুনছিলাম তারা কি বলতে এসেছেন তা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই ঘটনার আমি কিছুই জানি না। প্রতিবেদকের মুখেই প্রথম তিনি জেনেছেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
যাত্রীবাহী বাসে হঠাৎ হিযবুত তাহরীর, আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর