রাজধানীতে আবারও প্রকাশ্যে প্রচারণা চালাতে শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমর্থকরা। এ সময় তারা অনেকটা আতঙ্ক ছড়িয়েই হাজির হন সাধারণের মাঝে। প্রচারণায় সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধেও বিষোদগার করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ঝটিকা প্রচারণাকালে সময় নিয়ন্ত্রণ নামে মিরপুর-মতিঝিল রুটের একটি বাসে ওঠে তিন তরুণ। যাত্রীরা জানান, তারা বাসে ওঠার পর তাদের পাহারা দেওয়ার জন্য আরও কয়েকজন বাসের বাইরে চারপাশে দাঁড়িয়ে ছিল। আর প্রত্যেকের পিঠে একটি করে ব্যাগও ঝুলানো ছিল। এক যাত্রীর ধারণ করা ভিডিওর মাধ্যমে জানা গেছে, বাসটি ফার্মগেট স্টপেজে থামার পরই তিন তরুণ সেখানে ওঠে। প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তাদের একজন প্রায় ১০ মিনিটের মতো জ্বালাময়ী বক্তব্য দেন। বক্তব্যে নতুন গঠন করা সিইসি, সরকারের এমপি, মন্ত্রী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হয়। সরকারবিরোধী বক্তব্যের পরই খেলাফত শাসন ব্যবস্থার জন্য সাধারণ বাস যাত্রীদের আহ্বান জানানো হয়। এ সময় বাসের সব যাত্রী আতঙ্কিত হয়ে নীরবে তাদের কথা শুনছিলেন। এক যাত্রী বলেন, এই ঘটনায় ভয়ে আমরা কিছু বলিনি। শুধু শুনছিলাম তারা কি বলতে এসেছেন তা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই ঘটনার আমি কিছুই জানি না। প্রতিবেদকের মুখেই প্রথম তিনি জেনেছেন।
শিরোনাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
- বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান
- নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি
- যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল