রাজধানীতে আবারও প্রকাশ্যে প্রচারণা চালাতে শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমর্থকরা। এ সময় তারা অনেকটা আতঙ্ক ছড়িয়েই হাজির হন সাধারণের মাঝে। প্রচারণায় সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধেও বিষোদগার করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ঝটিকা প্রচারণাকালে সময় নিয়ন্ত্রণ নামে মিরপুর-মতিঝিল রুটের একটি বাসে ওঠে তিন তরুণ। যাত্রীরা জানান, তারা বাসে ওঠার পর তাদের পাহারা দেওয়ার জন্য আরও কয়েকজন বাসের বাইরে চারপাশে দাঁড়িয়ে ছিল। আর প্রত্যেকের পিঠে একটি করে ব্যাগও ঝুলানো ছিল। এক যাত্রীর ধারণ করা ভিডিওর মাধ্যমে জানা গেছে, বাসটি ফার্মগেট স্টপেজে থামার পরই তিন তরুণ সেখানে ওঠে। প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তাদের একজন প্রায় ১০ মিনিটের মতো জ্বালাময়ী বক্তব্য দেন। বক্তব্যে নতুন গঠন করা সিইসি, সরকারের এমপি, মন্ত্রী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হয়। সরকারবিরোধী বক্তব্যের পরই খেলাফত শাসন ব্যবস্থার জন্য সাধারণ বাস যাত্রীদের আহ্বান জানানো হয়। এ সময় বাসের সব যাত্রী আতঙ্কিত হয়ে নীরবে তাদের কথা শুনছিলেন। এক যাত্রী বলেন, এই ঘটনায় ভয়ে আমরা কিছু বলিনি। শুধু শুনছিলাম তারা কি বলতে এসেছেন তা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই ঘটনার আমি কিছুই জানি না। প্রতিবেদকের মুখেই প্রথম তিনি জেনেছেন।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
যাত্রীবাহী বাসে হঠাৎ হিযবুত তাহরীর, আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর