রাজধানীতে আবারও প্রকাশ্যে প্রচারণা চালাতে শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমর্থকরা। এ সময় তারা অনেকটা আতঙ্ক ছড়িয়েই হাজির হন সাধারণের মাঝে। প্রচারণায় সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধেও বিষোদগার করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ঝটিকা প্রচারণাকালে সময় নিয়ন্ত্রণ নামে মিরপুর-মতিঝিল রুটের একটি বাসে ওঠে তিন তরুণ। যাত্রীরা জানান, তারা বাসে ওঠার পর তাদের পাহারা দেওয়ার জন্য আরও কয়েকজন বাসের বাইরে চারপাশে দাঁড়িয়ে ছিল। আর প্রত্যেকের পিঠে একটি করে ব্যাগও ঝুলানো ছিল। এক যাত্রীর ধারণ করা ভিডিওর মাধ্যমে জানা গেছে, বাসটি ফার্মগেট স্টপেজে থামার পরই তিন তরুণ সেখানে ওঠে। প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তাদের একজন প্রায় ১০ মিনিটের মতো জ্বালাময়ী বক্তব্য দেন। বক্তব্যে নতুন গঠন করা সিইসি, সরকারের এমপি, মন্ত্রী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কথা বলা হয়। সরকারবিরোধী বক্তব্যের পরই খেলাফত শাসন ব্যবস্থার জন্য সাধারণ বাস যাত্রীদের আহ্বান জানানো হয়। এ সময় বাসের সব যাত্রী আতঙ্কিত হয়ে নীরবে তাদের কথা শুনছিলেন। এক যাত্রী বলেন, এই ঘটনায় ভয়ে আমরা কিছু বলিনি। শুধু শুনছিলাম তারা কি বলতে এসেছেন তা। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই ঘটনার আমি কিছুই জানি না। প্রতিবেদকের মুখেই প্রথম তিনি জেনেছেন।
শিরোনাম
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
যাত্রীবাহী বাসে হঠাৎ হিযবুত তাহরীর, আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর