শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাগর-রুনি হত্যার পাঁচ বছর আজ বিচারের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার সাগর-রুনি হত্যার পাঁচ বছর পূর্ণ হচ্ছে। ঠিক পাঁচ বছর আগের এই দিন রাজধানীর পূর্ব রাজাবাজারের ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে খুনিরা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ওই বাসায় এ খুনের পর ঘটনাক্রমে বেঁচে যায় তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ। এক পর্যায়ে এ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। তবে র‌্যাবের দাবি, তাদের এই তদন্তে কিছু বিষয়ের অগ্রগতি হচ্ছে। সূত্র জানায়, আদালতের কাছে এ পর্যন্ত ৪৬ বার সময় নেওয়ার পরও র‌্যাব তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করার আশ্বাস দিয়েছিলেন। ৪৮ ঘণ্টার সেই আলটিমেটাম শেষ হলো না পাঁচ বছরেও! হত্যাকারীদের চিহ্নিত করা গেছে কিনা বা কবে নাগাদ তদন্ত শেষ হতে পারে, এত বছর পরও এসব প্রশ্নের উত্তর মিলছে না কারও কাছে। সাগর-রুনির স্বজনরা বলছেন, দিন যায় বছর যায়, আলোচিত এ হত্যা মামলার তদন্ত শেষ হয় না। হতাশ মামলার বাদী ও নিহত মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলম রোমান জানিয়েছেন, পাঁচ বছরেও যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়নি, তা আর কোনো দিন হবে বলে মনে হয় না।

সর্বশেষ খবর