সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বিকালে কামারখন্দের বাগবাড়ী ও বেলকুচির আমবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের মৃত লখাই প্রামাণিকের ছেলে ঢাকা সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার শফিক আহম্মেদ সালাম (৫০), কাকলামারী গ্রামের শাহিক প্রামাণিকের ছেলে মেহের হোসেন (৩৫), পাবনার লিটন চ্যাটার্জি (৩২) ও বেলকুচির আমবাড়িয়া গ্রামের আবদুস সবুরের স্ত্রী সোনেকা খাতুন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জামিল আহমেদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাস-ট্রাকের চালকসহ চারজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ডিএডি আবদুল হামিদ জানান, প্রথমে দুজনকে, পরে বাস ও ট্রাকের সম্মুখভাগ কেটে দুই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বগুড়ায় রেফার্ড করা হবে। আরেক দুর্ঘটনা সম্পর্কে বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়ায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনেকা খাতুন মারা যান। আরও অন্তত ছয়জন আহত হন।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
সিরাজগঞ্জে বাস ট্রাক মুখোমুখি নারীসহ নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর