সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বিকালে কামারখন্দের বাগবাড়ী ও বেলকুচির আমবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের মৃত লখাই প্রামাণিকের ছেলে ঢাকা সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার শফিক আহম্মেদ সালাম (৫০), কাকলামারী গ্রামের শাহিক প্রামাণিকের ছেলে মেহের হোসেন (৩৫), পাবনার লিটন চ্যাটার্জি (৩২) ও বেলকুচির আমবাড়িয়া গ্রামের আবদুস সবুরের স্ত্রী সোনেকা খাতুন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জামিল আহমেদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাস-ট্রাকের চালকসহ চারজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ডিএডি আবদুল হামিদ জানান, প্রথমে দুজনকে, পরে বাস ও ট্রাকের সম্মুখভাগ কেটে দুই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বগুড়ায় রেফার্ড করা হবে। আরেক দুর্ঘটনা সম্পর্কে বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়ায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনেকা খাতুন মারা যান। আরও অন্তত ছয়জন আহত হন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন