সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বিকালে কামারখন্দের বাগবাড়ী ও বেলকুচির আমবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের মৃত লখাই প্রামাণিকের ছেলে ঢাকা সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার শফিক আহম্মেদ সালাম (৫০), কাকলামারী গ্রামের শাহিক প্রামাণিকের ছেলে মেহের হোসেন (৩৫), পাবনার লিটন চ্যাটার্জি (৩২) ও বেলকুচির আমবাড়িয়া গ্রামের আবদুস সবুরের স্ত্রী সোনেকা খাতুন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জামিল আহমেদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাস-ট্রাকের চালকসহ চারজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ডিএডি আবদুল হামিদ জানান, প্রথমে দুজনকে, পরে বাস ও ট্রাকের সম্মুখভাগ কেটে দুই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বগুড়ায় রেফার্ড করা হবে। আরেক দুর্ঘটনা সম্পর্কে বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়ায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনেকা খাতুন মারা যান। আরও অন্তত ছয়জন আহত হন।
শিরোনাম
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
সিরাজগঞ্জে বাস ট্রাক মুখোমুখি নারীসহ নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর