সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বিকালে কামারখন্দের বাগবাড়ী ও বেলকুচির আমবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের মৃত লখাই প্রামাণিকের ছেলে ঢাকা সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার শফিক আহম্মেদ সালাম (৫০), কাকলামারী গ্রামের শাহিক প্রামাণিকের ছেলে মেহের হোসেন (৩৫), পাবনার লিটন চ্যাটার্জি (৩২) ও বেলকুচির আমবাড়িয়া গ্রামের আবদুস সবুরের স্ত্রী সোনেকা খাতুন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জামিল আহমেদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাস-ট্রাকের চালকসহ চারজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ডিএডি আবদুল হামিদ জানান, প্রথমে দুজনকে, পরে বাস ও ট্রাকের সম্মুখভাগ কেটে দুই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বগুড়ায় রেফার্ড করা হবে। আরেক দুর্ঘটনা সম্পর্কে বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়ায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনেকা খাতুন মারা যান। আরও অন্তত ছয়জন আহত হন।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
সিরাজগঞ্জে বাস ট্রাক মুখোমুখি নারীসহ নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর