সিরাজগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল বিকালে কামারখন্দের বাগবাড়ী ও বেলকুচির আমবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের মৃত লখাই প্রামাণিকের ছেলে ঢাকা সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার শফিক আহম্মেদ সালাম (৫০), কাকলামারী গ্রামের শাহিক প্রামাণিকের ছেলে মেহের হোসেন (৩৫), পাবনার লিটন চ্যাটার্জি (৩২) ও বেলকুচির আমবাড়িয়া গ্রামের আবদুস সবুরের স্ত্রী সোনেকা খাতুন (৩০)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক জামিল আহমেদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাস-ট্রাকের চালকসহ চারজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ডিএডি আবদুল হামিদ জানান, প্রথমে দুজনকে, পরে বাস ও ট্রাকের সম্মুখভাগ কেটে দুই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, দুর্ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা বগুড়ায় রেফার্ড করা হবে। আরেক দুর্ঘটনা সম্পর্কে বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়িয়ায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনেকা খাতুন মারা যান। আরও অন্তত ছয়জন আহত হন।
শিরোনাম
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
সিরাজগঞ্জে বাস ট্রাক মুখোমুখি নারীসহ নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর