শনিবার, ৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

নো-ম্যান্স ল্যান্ডে রাত কাটল ঢাকা-কলকাতা বাসযাত্রীদের

বেনাপোল প্রতিনিধি

ঢাকা-কলকাতা চলাচলকারী দুটি বাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেরিতে ঢোকার কারণে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আটকে দেয় ভারতের অভিবাসন দফতর। বাংলাদেশের বেনাপোল সীমান্ত পার হয়ে যাওয়ায় দুটি বাসের ৫১ যাত্রীকে সারা রাত সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করতে হয়। এতে দুর্ভোগ পোহান যাত্রীরা।

অভিবাসন দফতরের ভাষ্য, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় পেট্রাপোল সীমান্ত দরজা বন্ধ হয়ে যায়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সীমান্ত খোলা থাকে। এ সময়ের মধ্যে যাত্রীবাহী বাসকে বাংলাদেশ সীমান্ত পার করে ভারতের পেট্রাপোল সীমান্তে ঢুকতে হয়। গতকাল সকালে সৌহার্দ্য বাসের অপারেটর ও শ্যামলী যাত্রী পরিবহনের অবনী কুমার ঘোষ বলেন, ঢাকা ও কলকাতার মধ্যে বাস চলাচল শুরুর দীর্ঘ ১৮ বছরের মধ্যে এ ধরনের ঘটনা প্রথমবার ঘটল। ১৯৯৯ সালে ঢাকা-কলকাতার মধ্যে প্রথম যাত্রীবাহী বাস চালু হয়। সপ্তাহের রবিবার বাদে প্রতিদিন সকালে দুটি করে বাস উভয় দিক থেকে ছাড়ে। তবে এর আগে দেরিতে পৌঁছালেও বিশেষ ব্যবস্থায় সীমান্ত থেকে ছেড়ে দেওয়া হতো। বৃহস্পতিবার ছিল যার ব্যতিক্রম।

সর্বশেষ খবর