ঋতুরাজ বসন্তের পালকে হাজারো রং ছড়িয়ে উৎসব আনন্দকে আমন্ত্রণ জানিয়েছে দোল উৎসব। ধর্ম-বর্ণ, তরুণ-বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে একে অন্যকে রং মাখিয়ে মেতেছেন আনন্দ উদযাপনে। রাজধানীর পুরান ঢাকায় গতকাল ছিল দোল উৎসবের ব্যাপক আয়োজন। হাজার রঙের বেলুন, পিচকিরি আর আবির হাতে ছুটে বেড়াতে দেখা যায় বিভিন্ন বয়সের মানুষকে। আনন্দ গানে মেতে রং মাখিয়ে দিচ্ছেন পথে হেঁটে যাওয়া পথচারীদের। আর এ আনন্দে শামিল হয়ে তালমেলাচ্ছে অচেনা পথিকও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে দেখা যায়, বন্ধুদের রং মাখিয়ে দিয়ে হলি অর্থাৎ দোল উৎসবে মেতে উঠেছে এক ঝাঁক শিক্ষার্থী। রং না লাগানোর ভয়ে প্রাণপণে ছুটছেন অনেকেই। কিন্তু রেহাই নেই বন্ধুদের হাত থেকে। এভাবে রঙের ছটায় উৎসব ছড়িয়ে পড়েছে ইট-পাথরের কঠিন কোণায়। রং মেখে সঙ সেজেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী নিশিতা। তিনি একা নন তার সঙ্গে আছেন শোয়েব, রাহি, পূজাসহ আরও অনেকে। রকমারি রঙে কারও মুখ দেখে চেনার উপায় নেই। আর ঝাঁক ধরে গান ধরছে, ‘খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়’। হাতে রং নিয়ে দাঁড়িয়ে আছে রাহুল, পরিচিত কাউকে দেখলেই রং মাখানোই তার কাজ। প্রতিবছরই এরকম মজা করে কি না জিজ্ঞেস করলে হাসি মুখে জানায়, কলেজে পড়তে কলেজের বন্ধুদের রং মাখাতাম, এখন ক্যাম্পাসের বন্ধুদের মাখাই। জায়গা পাল্টেছে কিন্তু উৎসব-আনন্দ তো আর পাল্টে যাবে না। পড়াশোনার ফাঁকে এই স্মৃতিগুলোই বন্ধুত্বের সম্বল। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা গেছে আবিরের রঙে মুখ রাঙাতে। সনাতন ধর্মমতে, তৎসম শব্দ ‘হোরি’র অপভ্রংশ থেকে এসেছে হোলি শব্দটি। সেখান থেকে হোলক, হোলিকা, যার অর্থ ডাইনি। স্কন্দপুরাণের ফাল্গুন মাহাত্ম্য অংশের হোলিকা বধ কাহিনী থেকেই এ উৎসবের উৎপত্তি বলে পণ্ডিতদের ভাষ্য। বৈষ্ণব বিশ্বাসীদের অনেকে একে গৌর-পূর্ণিমা নামেও অভিহিত করেন। ফাল্গুনী পূর্ণিমার এ তিথিতে ‘কলিযুগের অবতার’ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি থাকায় আনন্দের পাশাপাশি ধর্মীয় আচারও পালন করেন তারা। রাজধানীতে এ বছর দোল উৎসবের মূল আয়োজন ছিল ঢাকেশ্বরী মন্দিরে। মন্দিরের নিত্য পুরোহিত বরুণ চক্রবর্তী সকাল সাড়ে ৮টায় শুরু করেন মূল আনুষ্ঠানিকতা। এ সময় বিশ্বশান্তি কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। রাজধানীর বেশ কয়েকটি মন্দিরে ভোগ এবং পূজার আয়োজন করা হয়।
শিরোনাম
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
রঙের ছটায় রঙিন দোল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর