বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নাটোরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রতিপক্ষের হামলায় আহত সাব্বির হোসেন জনি (১৮) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের তেবাড়িয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত জনি প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। নিহত জনি শহরের মলিঘাটি এলাকার মোহম্মাদ বাচ্চুর ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে জনি বাড়ি থেকে বের হয়ে পাশের তেবাড়িয়া হাট এলাকায় যায়। এ সময় ওই এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল কালু নামে জনৈক মাদক বিক্রেতাকে ধরে নিয়ে যায়। গোয়েন্দা পুলিশের দলটি এলাকা থেকে চলে যাওয়ার পর একদল যুবক অতর্কিত জনির ওপর চড়াও হয়ে দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে প্রথমে নাটোর সদর ও পরে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। স্থানীয়দের ধারণা আটক মাদক বিক্রেতাকে চিনিয়ে দেওয়া বা তার নাম বলেছে এমন সন্দেহ করে মাদক চক্র জনির ওপর হামলা চালায়। নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবদুল হাই বলেন, জনির ওপর হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। মাদক চক্রকে ধরিয়ে দেওয়া বা জানানোর বিষয়টি সঠিক নয়। পূর্ব বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে এবং তেবাড়িয়া এলাকার কয়েকজন যুবকের হামলায় আহত হয় সে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর