সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চাঞ্চল্যকর রূপা ধর্ষণ হত্যার রায় আজ

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল ও আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

চাঞ্চল্যকর রূপা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। গত বছর ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপা খাতুনকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে। পরে তাকে ঘাড় মটকিয়ে হত্যা করে চলন্ত বাস থেকে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় খুব দ্রুততম সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক সমাপ্ত করে মাত্র ১৭১ দিনের মাথায় আজ ১২ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক করেছে আদালত। রায়ের অপেক্ষায় থাকা নিহতের পরিবার ও রূপার এলাকাবাসী আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছেন। এদিকে বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান বলেন, ‘মামলার সব আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাক্ষীরা যথাযথ সাক্ষ্য প্রদান করেছেন। সব মিলিয়ে আমরা সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।’ তবে আসামিপক্ষের আইনজীবী শামীম চৌধুরী দয়াল ও দেলোয়ার হোসেন বলেন, মামলায় সাক্ষীদের সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করা হলেও আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। পাঁচ আসামি ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫) এবং সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেফতার করে। তারা সবাই এখন টাঙ্গাইল কারাগারে আছে।

সর্বশেষ খবর