রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমেছে পিয়াজ, কাঁচামরিচ ও লবণের দাম। এসবের পাশাপাশি শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। ঈদুল আজহায় এ মরিচ কেজিতে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গতকাল প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকা দরে। তবে কোরবানির ঈদের পর দেশি পিয়াজের ঝাঁজ কমেছে। এ ছাড়া বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে। বাজার ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কিছু সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। গতকাল প্রতি কেজি বেগুন ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকায়, পটোল ৪০, শসা ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ বাজারের সবজি বিক্রেতা বশির উদ্দিন বলেন, ঈদ শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা শুরু হয়েছে সবজি। এসব সবজির দামও কিছুটা সহনীয়। এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে পাতাকপি প্রতিটি ৪০ টাকায় ও ফুলকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে। শিম বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে। এসবের পাশাপাশি লবণের চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজিতে লবণের দাম দুই থেকে তিন টাকা কমেছে। মাছ বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানে ক্রেতার চেয়ে মাছ বেশি। ইলিশের দামও কিছুটা কমেছে। গতকালও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মাছের মধ্যে রুই ২৫০ টাকায়, কাতলা ২২০, পাবদা ৫০০, টেংরা ৪০০ ও শিং ৬০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বড় আকারের কৈ প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ টাকায়। আর মানভেদে চিংড়ি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। কম দামে বিক্রি হয়েছে পুঁটি, কাচকি, মলা, ভেটকি, লইট্যা, মৃগেল, পাঙ্গাশ, রূপচাঁদা ও সুরমা মাছ। গতকাল প্রতি কেজি দেশি পেয়াজ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় মোটা নাসিক পেয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। এ ছাড়া চাহিদা কমে যাওয়ায় গরু ও খাসির মাংসের দাম কিছুটা কমেছে। গতকাল গরু ৪৮০ টাকায় ও খাসির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
শিরোনাম
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
কমেছে পিয়াজ কাঁচা মরিচ লবণের দাম
বাজার দর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর