রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমেছে পিয়াজ, কাঁচামরিচ ও লবণের দাম। এসবের পাশাপাশি শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। ঈদুল আজহায় এ মরিচ কেজিতে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গতকাল প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকা দরে। তবে কোরবানির ঈদের পর দেশি পিয়াজের ঝাঁজ কমেছে। এ ছাড়া বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে। বাজার ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কিছু সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। গতকাল প্রতি কেজি বেগুন ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকায়, পটোল ৪০, শসা ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ বাজারের সবজি বিক্রেতা বশির উদ্দিন বলেন, ঈদ শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা শুরু হয়েছে সবজি। এসব সবজির দামও কিছুটা সহনীয়। এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে পাতাকপি প্রতিটি ৪০ টাকায় ও ফুলকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে। শিম বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে। এসবের পাশাপাশি লবণের চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজিতে লবণের দাম দুই থেকে তিন টাকা কমেছে। মাছ বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানে ক্রেতার চেয়ে মাছ বেশি। ইলিশের দামও কিছুটা কমেছে। গতকালও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মাছের মধ্যে রুই ২৫০ টাকায়, কাতলা ২২০, পাবদা ৫০০, টেংরা ৪০০ ও শিং ৬০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বড় আকারের কৈ প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ টাকায়। আর মানভেদে চিংড়ি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। কম দামে বিক্রি হয়েছে পুঁটি, কাচকি, মলা, ভেটকি, লইট্যা, মৃগেল, পাঙ্গাশ, রূপচাঁদা ও সুরমা মাছ। গতকাল প্রতি কেজি দেশি পেয়াজ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় মোটা নাসিক পেয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। এ ছাড়া চাহিদা কমে যাওয়ায় গরু ও খাসির মাংসের দাম কিছুটা কমেছে। গতকাল গরু ৪৮০ টাকায় ও খাসির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ