রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমেছে পিয়াজ, কাঁচামরিচ ও লবণের দাম। এসবের পাশাপাশি শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। ঈদুল আজহায় এ মরিচ কেজিতে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গতকাল প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকা দরে। তবে কোরবানির ঈদের পর দেশি পিয়াজের ঝাঁজ কমেছে। এ ছাড়া বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে। বাজার ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কিছু সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। গতকাল প্রতি কেজি বেগুন ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকায়, পটোল ৪০, শসা ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ বাজারের সবজি বিক্রেতা বশির উদ্দিন বলেন, ঈদ শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা শুরু হয়েছে সবজি। এসব সবজির দামও কিছুটা সহনীয়। এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে পাতাকপি প্রতিটি ৪০ টাকায় ও ফুলকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে। শিম বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে। এসবের পাশাপাশি লবণের চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজিতে লবণের দাম দুই থেকে তিন টাকা কমেছে। মাছ বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানে ক্রেতার চেয়ে মাছ বেশি। ইলিশের দামও কিছুটা কমেছে। গতকালও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মাছের মধ্যে রুই ২৫০ টাকায়, কাতলা ২২০, পাবদা ৫০০, টেংরা ৪০০ ও শিং ৬০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বড় আকারের কৈ প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ টাকায়। আর মানভেদে চিংড়ি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। কম দামে বিক্রি হয়েছে পুঁটি, কাচকি, মলা, ভেটকি, লইট্যা, মৃগেল, পাঙ্গাশ, রূপচাঁদা ও সুরমা মাছ। গতকাল প্রতি কেজি দেশি পেয়াজ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় মোটা নাসিক পেয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। এ ছাড়া চাহিদা কমে যাওয়ায় গরু ও খাসির মাংসের দাম কিছুটা কমেছে। গতকাল গরু ৪৮০ টাকায় ও খাসির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
কমেছে পিয়াজ কাঁচা মরিচ লবণের দাম
বাজার দর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর