রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমেছে পিয়াজ, কাঁচামরিচ ও লবণের দাম। এসবের পাশাপাশি শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। ঈদুল আজহায় এ মরিচ কেজিতে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গতকাল প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকা দরে। তবে কোরবানির ঈদের পর দেশি পিয়াজের ঝাঁজ কমেছে। এ ছাড়া বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে। বাজার ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কিছু সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। গতকাল প্রতি কেজি বেগুন ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকায়, পটোল ৪০, শসা ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ বাজারের সবজি বিক্রেতা বশির উদ্দিন বলেন, ঈদ শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা শুরু হয়েছে সবজি। এসব সবজির দামও কিছুটা সহনীয়। এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে পাতাকপি প্রতিটি ৪০ টাকায় ও ফুলকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে। শিম বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে। এসবের পাশাপাশি লবণের চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজিতে লবণের দাম দুই থেকে তিন টাকা কমেছে। মাছ বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানে ক্রেতার চেয়ে মাছ বেশি। ইলিশের দামও কিছুটা কমেছে। গতকালও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মাছের মধ্যে রুই ২৫০ টাকায়, কাতলা ২২০, পাবদা ৫০০, টেংরা ৪০০ ও শিং ৬০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বড় আকারের কৈ প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ টাকায়। আর মানভেদে চিংড়ি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। কম দামে বিক্রি হয়েছে পুঁটি, কাচকি, মলা, ভেটকি, লইট্যা, মৃগেল, পাঙ্গাশ, রূপচাঁদা ও সুরমা মাছ। গতকাল প্রতি কেজি দেশি পেয়াজ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় মোটা নাসিক পেয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। এ ছাড়া চাহিদা কমে যাওয়ায় গরু ও খাসির মাংসের দাম কিছুটা কমেছে। গতকাল গরু ৪৮০ টাকায় ও খাসির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
কমেছে পিয়াজ কাঁচা মরিচ লবণের দাম
বাজার দর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর