রাজধানীর নিত্যপণ্যের বাজারে কমেছে পিয়াজ, কাঁচামরিচ ও লবণের দাম। এসবের পাশাপাশি শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। অর্ধেকে নেমেছে কাঁচামরিচের দাম। ঈদুল আজহায় এ মরিচ কেজিতে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। গতকাল প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৯০ টাকা দরে। তবে কোরবানির ঈদের পর দেশি পিয়াজের ঝাঁজ কমেছে। এ ছাড়া বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ইলিশসহ ছোট-বড় অন্যান্য মাছ। গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে। বাজার ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের কাঁচাবাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কিছু সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। গতকাল প্রতি কেজি বেগুন ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকায়, পটোল ৪০, শসা ৪০, পেঁপে ১৫, মিষ্টি কুমড়া ২০, বরবটি ৪০ ও করলা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ বাজারের সবজি বিক্রেতা বশির উদ্দিন বলেন, ঈদ শেষে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা শুরু হয়েছে সবজি। এসব সবজির দামও কিছুটা সহনীয়। এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে পাতাকপি প্রতিটি ৪০ টাকায় ও ফুলকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে। শিম বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে। এসবের পাশাপাশি লবণের চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজিতে লবণের দাম দুই থেকে তিন টাকা কমেছে। মাছ বাজারে গিয়ে দেখা যায়, মাছের দোকানে ক্রেতার চেয়ে মাছ বেশি। ইলিশের দামও কিছুটা কমেছে। গতকালও ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মাছের মধ্যে রুই ২৫০ টাকায়, কাতলা ২২০, পাবদা ৫০০, টেংরা ৪০০ ও শিং ৬০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বড় আকারের কৈ প্রতি কেজি বিক্রি হয়েছে ২০০ টাকায়। আর মানভেদে চিংড়ি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকায়। কম দামে বিক্রি হয়েছে পুঁটি, কাচকি, মলা, ভেটকি, লইট্যা, মৃগেল, পাঙ্গাশ, রূপচাঁদা ও সুরমা মাছ। গতকাল প্রতি কেজি দেশি পেয়াজ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারতীয় মোটা নাসিক পেয়াজ বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ শুরু হয়েছে, তাই দামও কমে গেছে। এ ছাড়া চাহিদা কমে যাওয়ায় গরু ও খাসির মাংসের দাম কিছুটা কমেছে। গতকাল গরু ৪৮০ টাকায় ও খাসির মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
শিরোনাম
- লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামার চিকিৎসক উমর নবি?
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
কমেছে পিয়াজ কাঁচা মরিচ লবণের দাম
বাজার দর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর