রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে

—ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, বর্তমানে শেয়ারবাজার স্থিতিশীল রয়েছে বলে আমার মনে হয়। বড় বিনিয়োগকারীদের কেউ বিনিয়োগ করছে না। এমনকি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরও অনেকে নিষ্ক্রিয়। সবাই অপেক্ষা করছে আগামী নির্বাচনের। এখন কোন দিকে যায় কিংবা কোম্পানিগুলো ডিভিডেন্ট কী দেবে সে সম্পর্কে অনেকেই সন্দিহান। দীর্ঘদিন ধরে যে আস্থার সংকট বর্তমানে সেটা আশা হিসেবে কাজ করছে। নির্বাচনপূর্ব বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। নতুন কোম্পানি আসবে না, নতুন বিনিয়োগও আসবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেশিরভাগ কোম্পানির শেয়ার আন্ডারভ্যালু। এটা কমার সুযোগ নেই। সবাই চাচ্ছে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা সৃষ্টি না হোক। এ ধরনের অনিশ্চয়তা এখনো অনেকের মনে কাজ করছে। নির্বাচনের সঙ্গে শেয়ারবাজারের কোনো সম্পর্ক নেই। তবে এর প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। যারা বড় বিনিয়োগকারী তারা সব সময় সরকার পরিবর্তন বা রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নজর রাখে। অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ কেউ করতে চাইবে না। নতুন সরকারের জন্য সবাই অপেক্ষা করছে।

সর্বশেষ খবর