মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যা

আত্মসমর্পণ করে দুই শিক্ষিকার জামিন

আদালত প্রতিবেদক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন দুই শিক্ষিকা। গতকাল ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলাসূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর রাজধানীর শান্তিনগরের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেয় শিক্ষার্থী অরিত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ভিকারুননিসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ঘটনার পরদিন রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতি শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণি শিক্ষিকা হাসনাহেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন অরিত্রির বাবা দিলীপ অধিকারী। পরিবারের অভিযোগ, পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী বার্ষিক পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়েছিল। অরিত্রীর মৃত্যুর পর শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ টানা তিন দিন স্কুলের সামনে বিক্ষোভ করে।

সর্বশেষ খবর