রোদ আর কুয়াশার মধ্যেই বগুড়ায় বোরো চাষিরা প্রস্তুতি নিয়েছেন। কাক-ভোরে মাঠে নামছেন তারা। বিকালের স্নিগ্ধ আলোয় ফিরছেন ঘরে। এ জেলার বোরো চাষিরা বীজতলা তৈরির পর এবার খেত তৈরি করছেন। দু-একটি স্থানে সেচ দিয়ে বোরো আবাদও করেছেন। বগুড়ার কৃষি বিভাগ বলছে, জেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো বীজতলা রয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় আমন ধান কাটা ও মাড়াই শেষ। ১২ উপজেলার বোরো চাষিরা বীজতলা তৈরি করছেন। বিভিন্ন উপজেলায় বীজতলা এখনো সতেজ রয়েছে। জেলায় এবার ফলন ধরা হয়েছে প্রতি হেক্টরে ৪.১ মেট্রিক টন চাল আর ধান ৬.৫ মেট্রিক টনের কিছু বেশি। তবে কিছু কিছু এলাকায় চাষিরা উন্নত জাত বা আগাম জাতের চাষবাস করেছেন। সেসব স্থানে বোরোর চাষ আগেই শুরু হবে এবং ফলনও বৃদ্ধি পাওয়ার আশা করছেন। ধুনট, সারিয়াকান্দি, নন্দীগ্রাম, আদমদীঘি, তালোড়া, দুপচাঁচিয়া, কাহালু উপজেলায় চাষিরা নিচু এলাকায় বোরোর বীজতলা তৈরি করে এখন জমি তৈরি শুরু করেছেন। এবার প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের জমি নির্ধারণ করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ১ হাজার ১৮০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এরই মধ্যে বীজতলায় চারা বাড়তে শুরু করেছে। চলতি জানুয়ারির মাঝামাঝি থেকে জমিতে এ চারা রোপণ করার কথা। নন্দীগ্রাম উপজেলার সুঘাটের কৃষক মোজদার আলী জানান, শীতের পাশাপাশি রোদও আছে। এখন পর্যন্ত বোরোর বীজতলা ভালো রয়েছে। ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের কৃষক হাসেম আলী, পাশের বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের আবদুস সাত্তারসহ একাধিক কৃষক জানান, এখন বীজতলা জমিতে রোপণের সময় হয়ে গেছে। কিন্তু গত কয়েকদিন থেকে প্রচ- ঠা-া ও শীতের কারণে বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা। এ মুহূর্তে বীজতলা নষ্ট হলে তা কিনে রোপণ করা সম্ভব নয়। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, শীত ও একটু কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা ভালো। এ অবস্থায় বীজতলার তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এর পরও তাঁর দফতরের কর্মকর্তারা তৎপর রয়েছেন। এ আবহাওয়ায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সব সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এ জেলায় বোরোর বীজতলা তৈরি হয়েছে। কোনো কোল্ড ইনজুরি নেই। সতেজ বীজ বপন শুরু হবে কয়েক দিনের মধ্যে। চলতি মৌসুমে এবার প্রাথমিকভাবে ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
কৃষি সংবাদ
বগুড়ায় বোরো চাষের প্রস্তুতি
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর