রোদ আর কুয়াশার মধ্যেই বগুড়ায় বোরো চাষিরা প্রস্তুতি নিয়েছেন। কাক-ভোরে মাঠে নামছেন তারা। বিকালের স্নিগ্ধ আলোয় ফিরছেন ঘরে। এ জেলার বোরো চাষিরা বীজতলা তৈরির পর এবার খেত তৈরি করছেন। দু-একটি স্থানে সেচ দিয়ে বোরো আবাদও করেছেন। বগুড়ার কৃষি বিভাগ বলছে, জেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো বীজতলা রয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় আমন ধান কাটা ও মাড়াই শেষ। ১২ উপজেলার বোরো চাষিরা বীজতলা তৈরি করছেন। বিভিন্ন উপজেলায় বীজতলা এখনো সতেজ রয়েছে। জেলায় এবার ফলন ধরা হয়েছে প্রতি হেক্টরে ৪.১ মেট্রিক টন চাল আর ধান ৬.৫ মেট্রিক টনের কিছু বেশি। তবে কিছু কিছু এলাকায় চাষিরা উন্নত জাত বা আগাম জাতের চাষবাস করেছেন। সেসব স্থানে বোরোর চাষ আগেই শুরু হবে এবং ফলনও বৃদ্ধি পাওয়ার আশা করছেন। ধুনট, সারিয়াকান্দি, নন্দীগ্রাম, আদমদীঘি, তালোড়া, দুপচাঁচিয়া, কাহালু উপজেলায় চাষিরা নিচু এলাকায় বোরোর বীজতলা তৈরি করে এখন জমি তৈরি শুরু করেছেন। এবার প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের জমি নির্ধারণ করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ১ হাজার ১৮০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এরই মধ্যে বীজতলায় চারা বাড়তে শুরু করেছে। চলতি জানুয়ারির মাঝামাঝি থেকে জমিতে এ চারা রোপণ করার কথা। নন্দীগ্রাম উপজেলার সুঘাটের কৃষক মোজদার আলী জানান, শীতের পাশাপাশি রোদও আছে। এখন পর্যন্ত বোরোর বীজতলা ভালো রয়েছে। ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের কৃষক হাসেম আলী, পাশের বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের আবদুস সাত্তারসহ একাধিক কৃষক জানান, এখন বীজতলা জমিতে রোপণের সময় হয়ে গেছে। কিন্তু গত কয়েকদিন থেকে প্রচ- ঠা-া ও শীতের কারণে বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা। এ মুহূর্তে বীজতলা নষ্ট হলে তা কিনে রোপণ করা সম্ভব নয়। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, শীত ও একটু কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা ভালো। এ অবস্থায় বীজতলার তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এর পরও তাঁর দফতরের কর্মকর্তারা তৎপর রয়েছেন। এ আবহাওয়ায় করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সব সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এ জেলায় বোরোর বীজতলা তৈরি হয়েছে। কোনো কোল্ড ইনজুরি নেই। সতেজ বীজ বপন শুরু হবে কয়েক দিনের মধ্যে। চলতি মৌসুমে এবার প্রাথমিকভাবে ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
কৃষি সংবাদ
বগুড়ায় বোরো চাষের প্রস্তুতি
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর