উত্থানের একদিন পরই দরপতন হয়েছে উভয় শেয়ারবাজারে। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৩১৫ ও ২০২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৩ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি টাকার। ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির বা ৩৬ শতাংশের, কমেছে ১৮৪টির বা ৫৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ২৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ১৯ কোটি ৬৯ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ড্রাগন সোয়েটার। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়ার ব্যাংক, ফার্মা এইডস, এসএস স্টিল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আর ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল