মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

ক্রাইম প্যাট্রল দেখে খুনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতীয় মেগা সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’ দেখেই গৃহবধূ হাসিনা বেগমকে খুনের পরিকল্পনা করা হয়। শুধু খুনের পরিকল্পনা নয়, প্রমাণ ধ্বংসের যাবতীয় কাজও করে অনেকটা পেশাদার অপরাধীর মতো। কিন্তু এত পরিকল্পনার পরও শেষরক্ষা হয়নি ‘খুনি’ মো. ফরহাদ হোসেন লিমনের। শেষ পর্যন্ত তার স্থান হয়েছে শ্রীঘরে।

সিএমপির আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘ভাবীকে খুনের অপরাধে গ্রেফতার হওয়া লিমন পেশাদার অপরাধী না হলেও তার খুনের পরিকল্পনা ও প্রমাণ ধ্বংসের কর্মকা- দুর্ধর্ষ অপরাধীকেও হার মানিয়েছে। ক্রাইম প্যাট্রল দেখেই ভাবীকে খুনের পরিকল্পনা করে সে। এ খুনের রহস্য উন্মোচনে সমর্থ হয়েছে পুলিশ। মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুনের কিছুদিন আগে ভাবী হাসিনার কাছে টাকা চায় দেবর লিমন। টাকা দিতে অনীহা প্রকাশ করায় ভাবীর  ওপর ক্ষুব্ধ হয়। পরে ক্রাইম প্যাট্রল দেখে খুনের পরিকল্পনা করে। খুনের দিন টেলিভিশন দেখার নাম করে হাসিনা বেগমের বাসায় যায় লিমন। রাতে হাসিনা ঘুমিয়ে পড়লে তাকে খুন করে মরদেহ লুকিয়ে রাখে এবং  সোনার অলঙ্কারসহ অন্য জিনিসপত্র নিয়ে যায়। এ খুনের ঘটনা চুরি হিসেবে চালিয়ে দিতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে রাখা হয়। ওসি জসিম উদ্দিন বলেন, লিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লুট হওয়া কানের দুল, চেইন, ব্রেসলেটসহ সোনার অলঙ্কার ও অন্য জিনিসপত্র উদ্ধার করে। সাউন্ড বক্সের ভিতর লুকানো ছিল এসব সামগ্রী। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাতে হাসিনা বেগমকে (৩২) হত্যা করে ফরহাদ হোসেন লিমন। এ ঘটনায় হাসিনা বেগমের ভাই মো. মানিক আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর