বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

ছয় হাজার পাখি মরল নড়াইলে

নড়াইল প্রতিনিধি

ছয় হাজার পাখি মরল নড়াইলে

টানা দুই দিনের বৈরী আবহাওয়া ও শিলা বৃষ্টির শিকার হয়ে নড়াইলের কালিয়ায় পানিপাড়া গ্রামের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্কে ছয় হাজার পাখি মারা গেছে। কৃষি পর্যটন কেন্দ্রে অরুণিমার সিনিয়র সহকারী ব্যবস্থাপক মুনিব এইচ খন্দকার জানান, নড়াইলে গত সোমবার থেকে ঝড়ো বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি হয়। বিশেষ করে শিলা বৃষ্টির কারণে ইকোপার্কের ভিতর বিভিন্ন গাছে অবস্থানরত হাজার হাজার দেশি প্রজাতির ও অতিথি পাখি মারা গেছে। অরুণিমা ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহম্মেদ জানান, প্রায় ৬০ একর এলাকা জুড়ে গড়ে ওঠা অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্কের পানকৌড়ি, চিকেড়, শামুকখোলা, বালুহাঁস, বক, কায়েম হাঁসপাখি, শালিখ, দোয়েল, ময়না, মাছরাঙ্গা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি, চড়ুইসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর