বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া করার প্রতিশোধ নিতেই খুলনায় ঠিকাদার মো. হাবিবুর রহমান ওরফে সবুজকে (২৬) হত্যা করে খুনিরা। পরে দা ও ছুরি দিয়ে লাশ কেটে ১১টি টুকরা করা হয়। হত্যাকান্ডে জড়িত আসাদুজ্জামান (৩৫) ও অনুপম (৩০) র্যাবের জিজ্ঞাসাবাদে এসব কথা জানান। র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার বলেন, ‘হত্যায় জড়িতদের সঙ্গে নিহতের পরিচয় হয় কারাগারে। এরা প্রত্যেকে একাধিক মামলার আসামি। জামিনে বাইরে বের হওয়ার পর হাবিবুর কারাগারে থাকা আরেকজনকে মুক্ত করতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে কারাগারে থাকা ওই আসামি মুক্ত হয়ে হাবিবুরকে হত্যার পরিকল্পনা করে।’ সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, হত্যার পর লাশ লুকাতে কয়েকটি টুকরা করা হয়। পরে শরীরের বিচ্ছিন্ন ৭টি টুকরা পলিথিনে জড়িয়ে ফেলে দেওয়া হয়। দুই পাসহ আরও কিছু অংশ পলিথিনের ব্যাগে মুখ বন্ধ করে ঘরের ভিতরে রেখে দেয় খুনি। গতকাল সকালে নগরীর ৩, ফরাজিপাড়া ‘হাসনাত মঞ্জিল’ চারতলার বাড়ির নিচতলা থেকে নিহতের মোটরসাইকেল ও পলিথিনে জড়ানো দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দা ও ছুরি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গতকাল ভোরে নগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে মো. আসাদুজ্জামানকে আটক করার পর তার স্বীকারোক্তিতে ফরাজিপাড়ার বাসা থেকে লাশের কাটা পা ও হত্যায় ব্যবহৃত দা-ছুরি উদ্ধার করা হয়। একই সময় বটিয়াঘাটা থেকে হত্যায় জড়িত অনুপমকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘরের ভিতর বক্স খাটের নিচে পলিথিনে জড়ানো নিহতের পায়ের একাংশ, দা-ছুরি ও লাল বালতির মধ্যে দুই পায়ের উপরাংশ উদ্ধার করা হয়। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলও (টিভিএস অ্যাপাসি) এ ঘর থেকে উদ্ধার হয়। তবে হত্যাকান্ডের পেছনে আর্থিক লেনদেনের বিষয়টিকে পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর খুলনা জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান বলেন, এরই মধ্যে পিবিআই আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। আর্থিক লেনদেনসহ তদন্তে কয়েকটি তথ্য সামনে এসেছে। তা যাচাই বাছাই করা হচ্ছে। উল্লেখ্য, নিহত হাবিবুর সাতক্ষীরা সদরের উমরাপাড়ার আবদুল হামিদের ছেলে। তিনি ইট-ভাটায় ঠিকাদারি সরদার হিসেবে কাজ করতেন। গত ৫ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে খুলনায় আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডে পলিথিনে মোড়ানো লাশের দুটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ফরাজিপাড়া রোডে ড্রেনের পাশ থেকে দুটি ব্যাগে থাকা মাথা ও দুই হাত উদ্ধার হয়।
শিরোনাম
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
পরকীয়ার প্রতিশোধ নিতে ১১ টুকরা করা হয় লাশ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর