সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সবাইকে নিয়েই কাজ করতে চাই : তন্বী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সবাইকে নিয়েই কাজ করতে চাই : তন্বী

সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে রোকেয়া হল সংসদে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের মধ্যে তিনিই একমাত্র ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি খুশি। যতক্ষণ না মেয়েদের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারছি, ততক্ষণ প্রকৃত খুশি হতে পারব না। হলের কোন কোন ক্ষেত্রে আগে নজর দেবেন- জানতে চাইলে তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে সব বিষয়ে আগে নজর দেব। আমি মেয়েদের স্বাভাবিক সমস্যাগুলো নিয়েই কাজ করতে চাই। যেমন, রোকেয়া হলে চারটা লিফট থাকলেও আগে চালু থাকত একটি। এখন উদ্যোগ নিয়ে তিনটি খোলা রাখার ব্যবস্থা করছি। এটা করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয়নি। শুধু প্রশাসনের সঙ্গে কথা বলেই সমাধান করা গেছে। আমি আবাসন সমস্যা, পাঠকক্ষের একটা সমস্যা আছে, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। এ ছাড়াও মেয়েদের হলগুলোতে হিন্দু সম্প্রদায়ের মেয়েদের জন্য উপাসনালয়ের কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে কাজ করা প্রয়োজন। ক্যান্টিনে খাবারের মানের সমস্যা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো সমস্যা, এই বিষয়েও কাজ করা দরকার। আমি চেষ্টা করব, আমার আওতার মধ্যে যতটুকু করা যায়, তার সবটুকু করা। সর্বোপরি সবাইকে নিয়েই সুন্দর একটি হল বিনির্মাণে কাজ করতে চাই। সার্বিকভাবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অনেকদিন পর নির্বাচন হলো। কিছু কিছু সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। তবু সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই মনে করি। রোকেয়া হলেও একটা সমস্যা হয়েছিল, এটা এখন সমাধানের পথে।

সর্বশেষ খবর