সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে রোকেয়া হল সংসদে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের মধ্যে তিনিই একমাত্র ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি খুশি। যতক্ষণ না মেয়েদের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারছি, ততক্ষণ প্রকৃত খুশি হতে পারব না। হলের কোন কোন ক্ষেত্রে আগে নজর দেবেন- জানতে চাইলে তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে সব বিষয়ে আগে নজর দেব। আমি মেয়েদের স্বাভাবিক সমস্যাগুলো নিয়েই কাজ করতে চাই। যেমন, রোকেয়া হলে চারটা লিফট থাকলেও আগে চালু থাকত একটি। এখন উদ্যোগ নিয়ে তিনটি খোলা রাখার ব্যবস্থা করছি। এটা করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয়নি। শুধু প্রশাসনের সঙ্গে কথা বলেই সমাধান করা গেছে। আমি আবাসন সমস্যা, পাঠকক্ষের একটা সমস্যা আছে, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। এ ছাড়াও মেয়েদের হলগুলোতে হিন্দু সম্প্রদায়ের মেয়েদের জন্য উপাসনালয়ের কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে কাজ করা প্রয়োজন। ক্যান্টিনে খাবারের মানের সমস্যা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো সমস্যা, এই বিষয়েও কাজ করা দরকার। আমি চেষ্টা করব, আমার আওতার মধ্যে যতটুকু করা যায়, তার সবটুকু করা। সর্বোপরি সবাইকে নিয়েই সুন্দর একটি হল বিনির্মাণে কাজ করতে চাই। সার্বিকভাবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অনেকদিন পর নির্বাচন হলো। কিছু কিছু সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। তবু সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই মনে করি। রোকেয়া হলেও একটা সমস্যা হয়েছিল, এটা এখন সমাধানের পথে।
শিরোনাম
- ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসের তীব্র নিন্দা বাংলাদেশের
- এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী
- নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী