সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে রোকেয়া হল সংসদে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের মধ্যে তিনিই একমাত্র ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি খুশি। যতক্ষণ না মেয়েদের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারছি, ততক্ষণ প্রকৃত খুশি হতে পারব না। হলের কোন কোন ক্ষেত্রে আগে নজর দেবেন- জানতে চাইলে তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে সব বিষয়ে আগে নজর দেব। আমি মেয়েদের স্বাভাবিক সমস্যাগুলো নিয়েই কাজ করতে চাই। যেমন, রোকেয়া হলে চারটা লিফট থাকলেও আগে চালু থাকত একটি। এখন উদ্যোগ নিয়ে তিনটি খোলা রাখার ব্যবস্থা করছি। এটা করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয়নি। শুধু প্রশাসনের সঙ্গে কথা বলেই সমাধান করা গেছে। আমি আবাসন সমস্যা, পাঠকক্ষের একটা সমস্যা আছে, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। এ ছাড়াও মেয়েদের হলগুলোতে হিন্দু সম্প্রদায়ের মেয়েদের জন্য উপাসনালয়ের কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে কাজ করা প্রয়োজন। ক্যান্টিনে খাবারের মানের সমস্যা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো সমস্যা, এই বিষয়েও কাজ করা দরকার। আমি চেষ্টা করব, আমার আওতার মধ্যে যতটুকু করা যায়, তার সবটুকু করা। সর্বোপরি সবাইকে নিয়েই সুন্দর একটি হল বিনির্মাণে কাজ করতে চাই। সার্বিকভাবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অনেকদিন পর নির্বাচন হলো। কিছু কিছু সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। তবু সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই মনে করি। রোকেয়া হলেও একটা সমস্যা হয়েছিল, এটা এখন সমাধানের পথে।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
সবাইকে নিয়েই কাজ করতে চাই : তন্বী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর