সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে রোকেয়া হল সংসদে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের মধ্যে তিনিই একমাত্র ছাত্রলীগের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি খুশি। যতক্ষণ না মেয়েদের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে পারছি, ততক্ষণ প্রকৃত খুশি হতে পারব না। হলের কোন কোন ক্ষেত্রে আগে নজর দেবেন- জানতে চাইলে তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে সব বিষয়ে আগে নজর দেব। আমি মেয়েদের স্বাভাবিক সমস্যাগুলো নিয়েই কাজ করতে চাই। যেমন, রোকেয়া হলে চারটা লিফট থাকলেও আগে চালু থাকত একটি। এখন উদ্যোগ নিয়ে তিনটি খোলা রাখার ব্যবস্থা করছি। এটা করতে কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হয়নি। শুধু প্রশাসনের সঙ্গে কথা বলেই সমাধান করা গেছে। আমি আবাসন সমস্যা, পাঠকক্ষের একটা সমস্যা আছে, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। এ ছাড়াও মেয়েদের হলগুলোতে হিন্দু সম্প্রদায়ের মেয়েদের জন্য উপাসনালয়ের কোনো ব্যবস্থা নেই। এ নিয়ে কাজ করা প্রয়োজন। ক্যান্টিনে খাবারের মানের সমস্যা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরনো সমস্যা, এই বিষয়েও কাজ করা দরকার। আমি চেষ্টা করব, আমার আওতার মধ্যে যতটুকু করা যায়, তার সবটুকু করা। সর্বোপরি সবাইকে নিয়েই সুন্দর একটি হল বিনির্মাণে কাজ করতে চাই। সার্বিকভাবে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অনেকদিন পর নির্বাচন হলো। কিছু কিছু সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। তবু সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই মনে করি। রোকেয়া হলেও একটা সমস্যা হয়েছিল, এটা এখন সমাধানের পথে।
শিরোনাম
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক