বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঢাকার চার নদী ও কর্ণফুলী রক্ষায় মাস্টারপ্ল্যান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চার নদী ও কর্ণফুলী রক্ষায় মাস্টারপ্ল্যান

তুরাগ তীরে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয় -বাংলাদেশ প্রতিদিন

কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদ-নদীগুলোর নাব্য ফিরিয়ে আনতে এবং নদ-নদীগুলোকে দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে পৃথক দুটি মাস্টারপ্ল্যানের খসড়া অনুমোদন দিয়েছে মাস্টারপ্ল্যান প্রণয়নসংক্রান্ত কমিটি। এখন খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খসড়া দুটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, পানিসম্পদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নদীবিষয়ক বিশেষজ্ঞরা। বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকার চারপাশের নদ-নদীগুলো ও চট্টগ্রামের কর্ণফুলীর দূষণ ও দখল রোধ এবং নাব্য বৃদ্ধির লক্ষ্যে প্রণীত দুটি খসড়া মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও জানান, পদ্মা, মেঘনাসহ ঢাকার তুরাগ ও পুংলী নদীর দখল, দূষণ রোধ এবং নাব্য বৃদ্ধিকল্পে ভিন্ন আরেকটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

সর্বশেষ খবর