মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ঋণখেলাপিদের আবারও ছাড়

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপিদের জন্য আবারও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। এখন ঋণ গ্রহীতা ব্যবসায়ীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার পর আরও ছয় মাস টাকা না দিয়ে খেলাপিমুক্ত থাকতে পারবেন। এতে একজন ব্যবসায়ী ঋণ পরিশোধের জন্য আগের চেয়ে তিন থেকে ছয় মাস পর্যন্ত অতিরিক্ত সময় পাবেন। গত রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঋণ শ্রেণিকরণ ও সঞ্চিতি সংরক্ষণের নীতিমালায় পরিবর্তন করেছে যা কার্যকর হবে আগামী জুন থেকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থায়ী মেয়াদি ঋণের পুরো কিস্তি বা কিস্তির অংশ নির্দিষ্ট সময়ে পরিশোধ না করলে তা আরও ছয় মাস পর্যন্ত সময় পাবে। এরপরই এ ঋণকে মেয়াদোত্তীর্ণ বা খেলাপি হিসেবে চিহ্নিত করা যাবে। তবে চলতি ও ডিমান্ড ঋণের কিস্তি নির্দিষ্ট মেয়াদে পরিশোধ না হলে তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর