সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

রত্নগর্ভা মায়েদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

রত্নগর্ভা মায়েদের সম্মাননা

মা দিবসে গতকাল আজাদ প্রোডাক্টসের সম্মাননায় রত্নগর্ভা মায়েরা -বাংলাদেশ প্রতিদিন

বিশ্ব মা দিবসে ৩৫ মা ‘রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা পেয়েছেন। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গতকাল আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে মায়েদের হাতে আজাদ প্রোডাক্টস প্রবর্তিত এ সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা মা সম্পর্কে বলেন, ‘আমার মা আমার ভালোবাসা। তিনি সফল। দুচোখ ভরা স্বপ্ন তিনি সত্য করেছেন। সন্তানদের সুশিক্ষা দিয়েছেন। মানুষ করেছেন। সৃষ্টি সুখের উল্লাসে সেই মায়েদের আজ আনন্দ করার দিন। মর্যাদা লাভের দিন।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। স্বাগত বক্তব্য রাখেন আজাদ প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

২০১৮ সালের জন্য সম্মাননা পান ৩৫ মা। সাধারণ ও বিশেষ দুটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া এবারের ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আসাদ চৌধুরী। সাধারণ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ফাতেমা ইসলাম শিরীন, রওশনারা বেগম, রহিমা খাতুন, আপেল রানী সাহা, হামিদা রাজ্জাক, মমতা বেগম, দৌলত আরা বেগম, হোসনে আরা বেগম, কাজী জাহানারা হোসেন, সালেহা হক, আয়েশা খাতুন, নুরুননেছা, আফিয়া সোলায়মান, ফজিলাতুন্নেসা, রোমেলি বড়ুয়া, রাবিয়া আলম, মনোয়ারা বেগম, সেলিন ডি কস্তা, জোহরা আককাজ, রোকেয়া বেগম, জোবাইদা হক, মেহেরুন্নেছা, নির্মলা রানী রায়, রিজিয়া কামাল এবং সুফিয়া খাতুন। বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন গুলনাহার বেগম, তাহেরা খানম, ছালেহা খাতুন, রহিমা খাতুন, আনোয়ারা বেগম, দিলরুবা হক রুমা, তাহমিনা বেগম, রোকেয়া সিদ্দিকী, ডা. পারভীন হাকিম আনোয়ার এবং খন্দকার তহুরা। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, মায়েদের নিয়ে জাতি গর্বিত। তারা সফলভাবে সন্তানদের মানুষ করেছেন। সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় তাদের অবদান বিশাল।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, মায়ের প্রতি সম্মান প্রদর্শনে পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলা মায়ের সন্তানরা এগিয়ে। এ দেশের দিনমজুর ও খেটে খাওয়া মানুষরাও তাদের মাকে বৃদ্ধ বয়সে পাশে রাখেন, দূরে ঠেলে দেন না, বৃদ্ধাশ্রমে পাঠান না। আবুল কালাম আজাদ বলেন, মা হচ্ছেন শিল্পী, মানুষ গড়ার কারিগর। আমরা জিতলে জিতে যান মায়েরা। জিতেছি, বড় হয়েছি, মানুষ হয়েছি। তাই তো মায়েদের আজ ‘সৃষ্টি সুখের উল্লাসে’ মর্যাদা পাওয়ার দিন।

সর্বশেষ খবর