বাংলাদেশ বিমান ছিনতাই প্রচেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাদী ওরফে মাহিবি জাহানের ‘স্ত্রী’ চিত্রনায়িকা সিমলার খোঁজ পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট। মামলা দায়েরের তিন মাস পর গত বুধবার রাতে চিত্রনায়িকা সিমলা নিজেই ফোনে কথা বলেন কর্মকর্তার সঙ্গে। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি দেখা করে নিজের অবস্থান পরিষ্কার করার আশ্বাস দেন। মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেস বড়ুয়া বলেন, ‘গত তিন মাস ধরে সিমলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়ে উঠছিল না। গত বুধবার রাতে সিমলা নিজে থেকেই যোগাযোগ করেন। ফোনালাপকালে তিনি জানান বর্তমানে শুটিংয়ের কাজে মুম্বাই রয়েছেন। ঈদের পর শুটিং শেষ করে দেশে ফিরবেন। এ সময় নিজের অবস্থান পরিষ্কার করবেন।’ জানা যায়, বাংলাদেশ বিমানের ফ্লাইট ময়ূরপঙ্খী ছিনতাই প্রচেষ্টার মামলা দায়েরের পর থেকে এ পর্যন্ত ১৬ জনের জবানবন্দি সংগ্রহ করেছে তদন্ত দল। এ মামলায় গুরুত্বপূর্ণ একজন মনে করা হচ্ছে চিত্রনায়িকা সিমলাকে। কারণ বিভিন্ন জনকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়েছে পলাশ। তার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জন দাবি করছে পলাশের সংগ্রহ করা টাকাগুলো সিমলা নিয়ে গা ঢাকা দিয়েছে। এ দুঃখ, ক্ষোভ থেকে নাটকীয় কিছু একটা করে এ সংকটের সমাধান চেয়েছিলেন পলাশ। যার পরিপ্রেক্ষিতে তার বিমান ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা। মামলা দায়েরের পর থেকে সিমলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু সিমলা সাড়া না দেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বার্তা দেন তদন্ত দল। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে সিমলা ফোন করেন তদন্ত কর্মকর্তা রাজেস বড়ুয়াকে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি বিকালে ঢাকা থেকে উড্ডয়নের পর বিমানের ফ্লাইট ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ। বিমানটি ছিনতাইয়ের প্রচেষ্টার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্যারা কমান্ডো অভিযান চালিয়ে জিম্মিদশা থেকে বিমানটি মুক্ত করে। অভিযানেই নিহত হন ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদ। এ ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাতে নিহত পলাশ আহমেদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় কাউন্টার টেরোরিজম ইউনিটকে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বিমান ছিনতাই চেষ্টা
তদন্ত কর্মকর্তাকে সিমলার ফোন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর