চট্টগ্রাম নগরী থেকে ৯ দিন আগে নিখোঁজ হওয়া যুবক সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভকে (২৭) জীবিত ও অক্ষত অবস্থায় ফেরত পাওয়া যাবে আশা করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান্দ হলেন সোহেল তাজের মামাতো বোন। সোহেল তাজ গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, ৮ দিন আগে ভাগ্নে নিখোঁজ হয়েছে। এখনো সন্ধ্যান পাননি। তিনি বলেন, কার কী পরিচয় তা বড় কথা নয়। এ ধরনের ঘটনা কারও কাম্য নয়। সংবাদ সম্মেলনে ইয়াসমিন আরজুমান্দ ও তার স্বামী সৈয়দ মো. ইদ্রিস আলম উপস্থিত ছিলেন। সোহেল তাজ জানান, ভাগ্নের বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে জানিয়েছেন। সিএমপি, পাঁচলাইশ থানাসহ তদন্ত সংশ্লিষ্টরা সৌরভকে উদ্ধারের চেষ্টা করেছেন। চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের আগোরার সামনে থেকে সৌরভকে অপহরণ করা হয় বলে তার বাবা সৈয়দ মো. ইদ্রিস আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লিখিত বক্তব্যে সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান্দ বলেন, ২০১৭ সালে সৌরভের তৈরি ফিল্ম ‘বেঙ্গলি বিউটি’ দেশ-বিদেশে খ্যাতি অর্জন করে। সে সময় সওদা নামে এক মেয়ের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ হয়। মেয়েটি ফোনেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সৌরভকে প্রস্তাব দেয়। তাতে সৌরভ রাজি হয়নি। একপর্যায়ে মেয়েটিকে তার অমতে পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। কিন্তু ওই বিয়ে ২০১৮ সালেই ভেঙে যায়। সৌরভের মা বলেন, ‘এরপর থেকে মেয়েটির বাবা ব্যবসায়ী সালেহ আজাদ চৌধুরী আমার ছেলেকে দোষারোপ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি সৌরভকে উত্তরা র্যাব সদর দফতরে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ ও ভয়ভীতি দেখানো হয়। ১২ ফেব্রুয়ারি বনানী থানায় ওসি সৌরভকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এক সপ্তাহ পর এনএসআইয়ের দুই কর্মকর্তা বনানীর এক রেস্টুরেন্টে সৌরভের সঙ্গে বৈঠক করে।’ তিনি বলেন, ৮ জুন বিকাল ৩টার দিকে সৌরভকে চট্টগ্রাম মিমি সুপার মার্কেটের আগোরার সামনে থেকে তুলে নেওয়া হয়। আমরা সৌরভকে ফেরত চাই। অপহরণকারীরা কি প্রভাবশালী, তাদের পরিচয় প্রকাশ করতে চেয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে- এমন প্রশ্নে সোহেল তাজ বলেন, আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, লোকাল পুলিশ যোগাযোগ করছে। রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তার নম্বর থেকে কল গেছে সৌরভের ফোনে। সেটা আমরা জানতে পেরেছি। সৌরভকে ফিরে পাওয়ার চেষ্টায় আছি।
শিরোনাম
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন