মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সুখবর আসছে নতুন পুলিশ সুপারদের

আনিস রহমান

যেসব পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েও এতদিন পূর্ণাঙ্গ দায়িত্ব পাননি, তাদের জন্য সুখবর আসছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ পুলিশে পুলিশ সুপারের নিয়মিত পদ ১৩৮টি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে ২০১৮ সালের ৯ নভেম্বর ২৩০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে ২৩০টি সুপার নিউমারি পদের বিপরীতে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তরা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ আট মাস পর সদর দফতর বাহিনীর বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার পদ সৃষ্টি করে সুপার নিউমারিতে পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের পদায়ন করছে। ২৩০ জনের মধ্যে পুলিশ সদর দফতরে ২০ জন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে ৩০ জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে ৪০ জন, চট্টগ্রাম মহানগর পুলিশে আটজন, ঢাকা মহানগর পুলিশে ১৬ জন, খুলনা মহানগর পুলিশে দুজন ছাড়াও নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে তাদের পদায়ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ-সংক্রান্ত একটি পত্র অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে। পত্রটি অনুমোদন পেলেই সুপার নিউমারিতে পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের পদায়ন করা হবে। গত বছর নভেম্বরে সুপার নিউমারি পদ সৃষ্টি হলেও এতদিন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের নবসৃষ্ট পদের বিপরীতে পদায়ন করা হয়নি। নানা জটিলতার কারণে তাদের পদায়ন প্রক্রিয়াটি থেমে ছিল। সম্প্রতি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এ-সংক্রান্ত ফাইলটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে শিগগিরই এর অনুমোদন পাওয়া যাবে। এরপরই কেটে যাবে পুলিশ সুপারদের পদায়নের জন্য অপেক্ষা। পুলিশ সদর দফতর সূত্র জানায়, পদোন্নতি পাওয়ার পরও যাদের দায়িত্বের বা কাজের সঠিক মূল্যায়ন হচ্ছিল না, তাদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য নতুন পদ সৃষ্টি করে পদায়নের ব্যবস্থা করা হচ্ছে। এতে করে সারা দেশে পুলিশের কাজে যেমন গতি আসবে, তেমনি সুপার নিউমারিতে পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের কাজের মূল্যায়ন হবে। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপাররা জানান, প্রত্যেকের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হলে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর জন্য ভালো। পদায়নের বিপরীতে পুলিশ সুপাররাও নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

সর্বশেষ খবর