সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদার জামিন প্রশ্নে শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন   আবেদনের ওপর আগামীকাল শুনানি  অনুষ্ঠিত হবে। তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এই দিন ধার্য করে দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানান। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন। কায়সার কামাল জানান, হাই কোর্ট বলেছিল এই মামলার নথি নিম্ন আদালতে থেকে আসা সাপেক্ষে জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। নি¤œ আদালতের নথি এসেছে। এরপরই আমরা জামিন শুনানির দিন ধার্যের আবেদন করেছি। তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করবে বলে আমরা আশা করছি।

সর্বশেষ খবর