গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সাঁওতালপল্লীতে আগুন দেওয়া এবং তিন সাঁওতাল হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও জড়িত পুলিশের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সাঁওতাল ও বাঙালিরা গাইবান্ধা শহরে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির উদ্যোক্তা। মিছিল শেষে দোষীদের বিচার দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে রচিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। পরে, ডিবি রোডে ১ নম্বর ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রোমেলা কিসকু প্রমুখ। বক্তারা বলেন, ঘটনার প্রায় তিন বছর পর গত ২৮ জুলাই পিবিআই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। চার্জশিটে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ আসনের তৎকালীন এমপি আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগকারী পুলিশসহ গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও পিবিআই তদন্তকারী কর্মকর্তারা তা এড়িয়ে গেছেন। এ থেকে অনুমিত হয় পুলিশ প্রভাবিত হয়ে এই চার্জশিট দিয়েছে। তাই তারা পিআইবির প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার