গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সাঁওতালপল্লীতে আগুন দেওয়া এবং তিন সাঁওতাল হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও জড়িত পুলিশের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সাঁওতাল ও বাঙালিরা গাইবান্ধা শহরে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির উদ্যোক্তা। মিছিল শেষে দোষীদের বিচার দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে রচিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। পরে, ডিবি রোডে ১ নম্বর ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রোমেলা কিসকু প্রমুখ। বক্তারা বলেন, ঘটনার প্রায় তিন বছর পর গত ২৮ জুলাই পিবিআই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। চার্জশিটে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ আসনের তৎকালীন এমপি আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগকারী পুলিশসহ গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও পিবিআই তদন্তকারী কর্মকর্তারা তা এড়িয়ে গেছেন। এ থেকে অনুমিত হয় পুলিশ প্রভাবিত হয়ে এই চার্জশিট দিয়েছে। তাই তারা পিআইবির প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেন।
শিরোনাম
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২