মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঘুষের মামলায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এ মামলায় কমিশন অভিযোগপত্র অনুমোদন করেছে বলে দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। ২০০৮ সালের ১৮ জুন নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। মামলায় অভিযোগ করা হয়, যমুনা বহুমুখী সেতুর পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ১৯টি চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা। সিগমা হুদা ঘুষ নিতে স্বামীকে সহযোগিতা করেন। দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মামলার তদন্ত করেন। এ মামলায় গত ২৭ ফেব্রুয়ারি নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ওই দিন জিজ্ঞাসাবাদ শেষে নাজমুল হুদা সাংবাদিকদের বলেছেন, মামলাটি ষড়যন্ত্রমূলক। একটি পত্রিকার বিজ্ঞাপনের টাকা অ্যাকাউন্টে এসেছিল, ঘুষের টাকা নয়। অথচ ষড়যন্ত্রমূলকভাবে ঘুষের মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর