বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনই নারী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-

খুলনা : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গতকাল চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম (৫০) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হলো। বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) এক কিশোর ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টা ৪০ মিনিটে মারা যায় সে। তার নাম ফরহাদ হোসেন জিহাদ (১৩)। সে বরিশাল জেলার মুলাদী উপজেলার মধ্য চর লক্ষ্মীপুর গ্রামের বাবুল আহমেদ হাওলাদারের ছেলে এবং স্থানীয় চর লক্ষ্মীপুর আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।  ময়মনসিংহ : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ফাতেমা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ফাতেমার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর গ্রামে। তিনি নাজমুল হকের স্ত্রী।  যশোর : যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আবদুল কাদেরের স্ত্রী।

সর্বশেষ খবর