শিরোনাম
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গাজীপুরে কিশোর গ্যাং দ্বন্দ্বে খুনে আটক ৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর রাজদীঘিরপাড় এলাকায় কিশোর গ্যাং দ্বন্দ্বে কিশোর নুরুল ইসলাম নুরু খুনের ঘটনায় ৬ জনকে র‌্যাব-১ বুধবার রাতে মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- রাসেল মিয়া (১৮), মো. সৌরভ (২১), আশরাফুল ইসলাম (১৭), মো. জোবায়ের (১৭), আমির হামজা (১৯) ও সুজন পাটোয়ারি (১৭)। তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি  ছোরা উদ্ধার, ৫টি মোবাইল এবং ৮ হাজার ২০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে.কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, ৩ সেপ্টেম্বর সামান্য ‘তুই’ বলাকে কেন্দ্র করে রাজদীঘিরপাড়ে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষে ফকির আলমগীরের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (১৬) খুন হয়। তিনি জানান, ঘটনার দুই দিন আগে নুরুল ইসলামের ‘দীঘিরপাড়’ গ্রুপের ৬-৭ জন সদস্য বালুর মাঠ এলাকায় আড্ডা দেওয়ার সময় রাসেলের ‘ভাই-ব্রাদারস’ গ্রুপের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের হাতাহাতি হয়। ‘ভাই-ব্রাদারস’ গ্রুপের সদস্যরা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে এবং সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন ‘ভাই-ব্রাদারস’ গ্রুপের ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে ‘দীঘিরপাড়’ গ্রুপের উপর চড়াও হয়। এসময় নুরুল ইসলাম তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য পুকুরে ঝাঁপিয়ে পড়ে। ‘ভাই-ব্রাদারস’ গ্রুপের সদস্যরা নুরুল ইসলামকে পুকুর থেকে তুলে চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করে পালিয়ে যায়। পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের মিডিয়া সেন্টার গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সুজয় চক্রবর্তী জানান, হত্যাকাে র সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে র‌্যাব তৎপর রয়েছে।

সর্বশেষ খবর