শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শামলাপুর ঢালায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় ৩টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে টেকনাফের বাহারছড়ার শামলাপুর ঢালায় পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জামিল (২০), আসমত উল্লা (২১) ও টেকনাফের বাহারছড়ার মো. রফিক (২৪)।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা, অস্ত্র এবং মাদক মামলায় অভিযুক্ত দুই রোহিঙ্গাসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা চুরি, অপহরণ, খুন ইত্যাদি করে জীবনযাপন করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শামলাপুর ঢালায় পাহাড়ে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারের জন্য যায় পুলিশ। এ সময় তাদের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই হাবিব উল্লাহ, কনস্টেবল রাকিবুল ও দেলোয়ার আহত হন। পুলিশও পাল্টা গুলি করলে উভয় পক্ষের গোলাগুলিতে গ্রেফতার ৩ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ৩ সন্ত্রাসীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর