বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

খোকার লাশ আসছে আজ

নিজস্ব প্রতিবেদক

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার লাশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আজ সকালে ঢাকায় পৌঁছবে। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খোকার লাশ নিয়ে রওনা দিয়েছেন তার পরিবারের সদস্যরা। এ ছাড়া সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। সকাল ৮টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তার কফিন গ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে রাজধানীতে চার দফা জানাজা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন একাত্তরের এই গেরিলা যোদ্ধা। এদিকে সাদেক হোসেন খোকার মৃত্যুতে গতকাল সারা দেশে শোক কর্মসূচি পালন করে বিএনপি। সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং সব কার্যালয়ে কোরআনখানি হয়। ক্যান্সারে আক্রান্ত খোকা সোমবার নিউইয়র্কের ম্যানহাটনে মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে মারা যান। সোমবার রাতে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা হয়।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, বাদ জোহর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ও বাদ আসর ধুপখোলা মাঠে তার জানাজা হবে। প্রথম জানাজার পর প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার লাশ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। নগর ভবনে জানাজা শেষে দাফনের আগে গোপীবাগের বাসায় মরহুমের কফিন কিছুক্ষণ রাখা হবে। খোকার সম্মানে ডিএসসিসিতে ছুটি : ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে আজ পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, ‘অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানাতে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী আগামীকাল (আজ) করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ থাকবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর