শিরোনাম
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহ আসছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কমবে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। বিরাজ করবে টানা কয়েকদিন। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, কমে যাওয়ার পর তাপমাত্রা ফের বাড়বে ২৬/২৭ জানুয়ারি। গতকাল আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর