বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

মৃত ঘোষিত শিশু নড়ে উঠল, কয়েক ঘণ্টা পর মারাই গেল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মৃত ঘোষণার পর মায়ের কোলে নড়ে ওঠা শিশুটি অবশেষে মারা গেছে। গতকাল বিকালে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতিকালে মারা যায় সে। সদ্যভূমিষ্ঠ শিশু জান্নাতুল চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মুদি দোকানি আবদুল হালিমের মেয়ে।

পরিবারের অভিযোগ সূত্র জানা যায়, সোমবার ভোরে জেলা শহরের  উপশম নার্সিং হোমে আবদুল হালিম ও জিনিয়া খাতুনের এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. জিন্নাতুল আরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নবজাতককে দীর্ঘক্ষণ অযতেœ মেঝেতে ফেলে রাখা হয়। একপর্যায়ে দাফনের আগ পর্যন্ত সংরক্ষণের জন্য মোড়া হচ্ছিল পলিথিনের প্যাকেটে। তখন শেষবারের মতো সন্তানকে কোলে তুলে নেন মা। তখনই নড়ে ওঠে মৃত ঘোষিত শিশুটি। পরে শিশু জান্নাতুলকে স্থানান্তর করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে কিছুটা সুস্থ হয় জান্নাতুল। গতকাল দুপুরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে বিকালে মারা যায় শিশুটি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, ‘সাত মাসের গর্ভের সময় শিশুটি জন্ম নিয়েছিল। তাকে ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’

এ ব্যাপারে অভিযুক্ত নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. জিন্নাতুল আরা বলেন, ‘শিশুটি যখন হয়, একেবারেই শ্বাস-প্রশ্বাস ছিল না। চার ঘণ্টা অক্সিজেন দেওয়ার পর সে কিছুটা সুস্থ হলে আমরা সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়ে দেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর