সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতীয় অংশে ৯৫ শতাংশ কাজ শেষ

চিলাহাটি-হলদিবাড়ী রেল প্রকল্প

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ী থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রড-গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভারতের অংশে ৯৫ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। এ তথ্য জানিয়েছেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের এক শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ী রেলস্টেশন থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত দূরত্ব ৪.৫ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের চিলাহাটি রেলস্টেশন থেকে জিরো পয়েন্টের দূরত্ব ৭.৫ কিলোমিটারের কাছাকাছি। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় জানান, গোটা প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হবে তা নির্ভর করছে বাংলাদেশের দিকে রেললাইন পাতাসহ অন্য কাজ কতটা দ্রুতগতিতে হচ্ছে তার ওপর। সোমবার সন্ধ্যায় ভারতীয় অংশে প্রকল্পের কাজ খতিয়ে দেখেন এবং কাজে সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী হয়ে পুরনো যে রেললাইনটি ছিল, তা ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায়। এটিই পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে। ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় পরিত্যক্ত এ রেলপথ পুনঃ স্থাপনের সিদ্ধান্ত নেয় দুই দেশ।

সর্বশেষ খবর