বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দিল্লিতে আম আদমি পার্টির বিজয় মিছিলে গুলি, নিহত ১

প্রতিদিন ডেস্ক

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) বিশাল বিজয়ের পর গত মঙ্গলবার রাতে তাদের বিজয় মিছিলে গুলি চালানো হয়েছে। এ সময় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে এক সমর্থকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। সূত্র : ইন্ডিয়া টুডে, এনডিটিভি।

আম আদমি পার্টি তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় জানিয়েছে, দিল্লির মেহেরওলি থেকে নির্বাচিত এমএলএ নরেশ যাদবের বিজয় মিছিলে গুলি চালানোর ঘটনায় এক সমর্থকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মেহেরওলির একটি মন্দির থেকে বিজয় মিছিল নিয়ে ফিরছিলেন নরেশ যাদব। মাঝপথে তার গাড়িবহর ও বিজয় মিছিলকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয়। গুলিতে এক সমর্থকের মৃত্যু হয়। আহত হন আরও একজন। খবরে বলা হয়, নিহত কর্মীর নাম অশোক মান। গুলি ছোড়ার আগের ছবিতে দেখা গেছে, তিনি নরেশ যাদবের পাশে দাঁড়িয়ে আছেন এবং জয়সূচক ভি চিহ্ন দেখিয়ে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। এদিকে গুলি ছোড়ার ঘটনায় তিন ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গুলি ছোড়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আটক ব্যক্তি বলেন, হত্যার উদ্দেশ্যে অশোক মান ও তার ভাতিজা হারেন্দেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিধায়ক নরেশ যাদব তাদের লক্ষ্যবস্তু ছিলেন না।

সর্বশেষ খবর