রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বেপরোয়া চালক চারজন নিহত

সড়ক দুর্ঘটনায় বিভাগীয় কমিশনারসহ আহত ১৩

গাজীপুর প্রতিনিধি

বেপরোয়া চালক চারজন নিহত

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ ১৩ জন আহত হয়েছেন। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের সুপারভাইজার তবিবুর রহমান ও হেলপার মোর্শেদ। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, বেলা ১১টার দিকে রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের সামনে ময়মনসিংহগামী এনা পরিবহন একই দিকগামী কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় ভ্যানের পেছনে সজোরে আঘাত হানে। এতে ঘটনাস্থলে এনা পরিবহনের সুপারভাইজার তবিবুর রহমান ও মোর্শেদ নিহত এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হন। এ সময় বাস ও কাভার্ড ভ্যান রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ভর্তি ও দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার  মোস্তাফিজুর রহমান, তার বডিগার্ড এসআই আবদুল বারেক ও গাড়ির চালক হেলাল উদ্দিন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বিভাগীয় কমিশনারের বডিগার্ড এসআই আবদুল বারেক জানান, তাদের বহনকারী গাড়িটি রাজেন্দ্রপুর চৌরাস্তায় পৌঁছলে সামনে থেকে একটি প্রাইভেট কার হঠাৎ মহাসড়কে উঠে পড়ে। এ সময় গাড়িচালক ওই প্রাইভেট কারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে গাড়ির ধাক্কা খায়। এতে বিভাগীয় কমিশনার, তিনি ও গাড়ির চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন  ন্ডে  মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, বিভাগীয় কমিশনার মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত। এদিকে গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় অজ্ঞাত যুবক ও বৃদ্ধ নিহত হয়েছেন। মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, ওই যুবক সকালে শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে ৭০ বছরের বৃদ্ধ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর